সাম্প্রতিক সংবাদ

ভিসা ৯.৬ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব অর্জন করেছে

ক.বি.ডেস্ক: ডিজিটাল পেমেন্টে বৈশ্বিক প্রতিষ্ঠান ভিসা, তাদের আর্থিক পারফরম্যান্স ঘোষণা করেছে। এ বছরের গত মার্চ পর্যন্ত, অর্থাৎ মাত্র ৩ মাসে ভিসা ৯.৬ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব অর্জন করেছে; যা এর আগের বছরের এই সময়ের তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভিসা’র ৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে গ্রাহকদের স্থিতিশীল ব্যয় ও বৈচিত্র্যপূর্ণ ব্যবসায়িক মডেল।

পেমেন্টের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, আন্তঃসীমান্ত লেনদেন জোরদার হওয়ায় এবং ডিজিটাল পেমেন্টের দিকে বৈশ্বিক পরিবর্তন ঝুঁকে পড়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। ভিসা’র এই প্রান্তিকের গ্যাপ নেট ইনকাম দাঁড়িয়েছে ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিছু নির্দিষ্ট বিষয় বাদ দিলে, নন-গ্যাপ নেট ইনকাম দাঁড়িয়েছে ৫.৪ বিলিয়ন মার্কিন ডলার। বছর থেকে বছরে (ইয়ার-অন-ইয়ার) পেমেন্টের পরিমাণ বেড়েছে মোট ৮ শতাংশ, ইউরোপের অভ্যন্তরীণ লেনদেন বাদে আন্তঃসীমান্ত লেনদেনের পরিমাণ বেড়েছে ১৩ শতাংশ; একইসঙ্গে, প্রসেসড লেনদেন বেড়েছে ৯ শতাংশ।

ভিসা’র প্রধান নির্বাহী কর্মকর্তা রায়ান ম্যাকইনার্নি বলেন, “পেমেন্ট, আন্তঃসীমান্ত এবং প্রসেসড লেনদেনের পরিমাণের কারণেই ভিসা’র এই অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা থাকার পরও গ্রাহকের ব্যয় স্থিতিশীল ছিল। কনজ্যুমার পেমেন্ট, বাণিজ্যিক ও মুদ্রা স্থানান্তরে সমাধান এবং মূল্য সংযোজন সেবার ক্ষেত্রে আমাদের কৌশল; একইসঙ্গে, বৈচিত্র্যপূর্ণ ব্যবসায়িক মডেল ও উদ্ভাবনের প্রতি মনোযোগ এই অর্থবছর এবং এরপরেও আমাদের ভালো অবস্থান বজায় রাখতে সহায়ক হবে বলে আশাবাদী আমরা।”

ভিসা এই প্রান্তিকে শেয়ারহোল্ডারদের জন্য ৫.৬ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার পুনঃক্রয় ও নগদ ডিভিডেন্ড প্রদান করেছে। দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ক্ষেত্রে পরিচালনা পর্ষদ নতুন করে আরও ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ‘মাল্টি-ইয়ার শেয়ার রিপারচেজ প্রোগ্রাম’ অনুমোদন করেছে। এই বছরের ১৩ মে পর্যন্ত নিবন্ধিত শেয়ারহোল্ডারদের জন্য প্রতি শেয়ারে ০.৫৯০ মার্কিন ডলার নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে ভিসা; যা আগামী ২ জুন প্রদান করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *