ভিভো ভি৬০ প্রি-অর্ডারে, দেখা মিলবে তাহসানের

ক.বি.ডেস্ক: ভিভো ভি৬০-এর প্রি-অর্ডার শুরু হলো এক্সক্লুসিভ সারপ্রাইজের সঙ্গে। প্রি-অর্ডার করলে সৌভাগ্যবান বিজয়ী পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে দেখা করার ও একসঙ্গে সময় কাটানোর সুযোগ। সঙ্গে থাকছে স্পেশাল গিফট প্যাক- রিরো ডব্লিউ১০ ওয়াচ ও পোস্টকার্ড। ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর বা যে কোনও অথোরাইজড শপ থেকে প্রি-অর্ডার করে উপভোগ করা যাবে এই সুবিধাগুলো।
ভিভোর ভি সিরিজে যুক্ত হলো জাইসের সুপার টেলিফটো লেন্স। রয়েছে সনি আইএমএক্স৮৮৫ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল সুপার টেলিফটো ক্যামেরা। এতে আছে ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল গ্রুপ সেলফি এবং ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা। রয়েছে বিশেষ টেলিফটো ওয়েডিং পোর্ট্রেইট মোড। ৮৫ মিমি থেকে ১০০ মিমি পোট্রেইট ও ক্লোজআপ লেন্স।
স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে বেরি পার্পল, মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড রঙে। ৬.৭৭ ইঞ্চির কোয়াড কার্ভড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫,০০০ নিটস ব্রাইটনেস। রয়েছে ৬৫০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ। নতুন স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ১২ জিবি র্যাম ও অতিরিক্ত ১২ জিবি এক্সটেন্ডেড র্যাম। ৬৪,৯৯৯ টাকা মূল্যের ভিভো ভি৬০ প্রি-অর্ডার করলেই পাবেন দেশের প্রথম টেলিফটো ক্যামেরার অভিজ্ঞতা, সঙ্গে থাকছে তাহসানের সঙ্গে দেখা করার এক্সক্লুসিভ সুযোগ।