‘ভিভো ভি৫০ লাইট’ ব্যস্ত জীবনের শক্তিশালী সঙ্গী

অবসর কিংবা ব্যস্ততা, প্রতিটি মুহূর্তেই স্মার্টফোন আমাদের সঙ্গী। আর তাই প্রয়োজন এমন একটি ফোন, যা হবে স্মার্ট ও আরামদায়ক। এই চাহিদা পূরণেই স্মার্টফোনপ্রেমীদের নতুন ভরসা হয়ে ওঠেছে ‘ভিভো ভি৫০ লাইট’। স্লিম ডিজাইন থাকার পরেও শক্তিশালী ব্যাটারির একটি স্মার্টফোন পেলে কে না খুশি হয়। স্মার্টফোনের জগতে নতুন আলোড়ন সৃষ্টি করতে ভিভো নিয়ে এসেছে ৭.৭৯ মিমি আলট্রা স্লিম ডিজাইনের শক্তিশালী স্মার্টফোন ‘ভিভো ভি৫০ লাইট’। আল্ট্রা স্লিম ডিজাইন, শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি, টেকসই গঠন আর দুর্দান্ত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ফোনটি প্রথম দেখাতেই মন কাড়ে।
ব্লু-ভোল্ট ব্যাটারিতে এক চার্জেই সারাদিন
ভিভো ভি৫০ লাইট ব্যবহারে হবে চার্জ নিয়ে চিন্তা কম, কাজের সময় পাওয়া যাবে বেশি। কেননা এতে থাকছে ৬৫০০ এমএএইচ শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, যা একবার চার্জ দিলেই চলবে সারাদিন। ফোনটিতে থাকছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধা। এতে উন্নত সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতা থাকার কারণে তাই থাকবে না পাওয়ার-ব্যাংক বহন করার ঝামেলা। ৫ বছর পরেও ফোনটিতে থাকবে ৮০% ব্যাটারি সক্ষমতা, যা দৈনন্দিন ব্যবহারে নিশ্চিত করে দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা। ইউটিউবে ২৭ ঘন্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা এবং ১০ ঘন্টার বেশি গেম খেলা যাবে। এ ছাড়া, ১% ব্যাটারিতে ২৬ মিনিট কথা বলা যাবে, যা প্রমাণ করে ফোনের দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতা।
আল্ট্রা স্লিম ডিজাইনের সঙ্গে রঙেও নান্দনিকতা
শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি থাকা সত্ত্বেও আল্ট্রা স্লিম ডিজাইন বজায় রাখতে সক্ষম নতুন এই স্মার্টফোনটি। মাত্র ৭.৭৯ মিমি পুরুত্বের ফোনটির ওজন মাত্র ১৯৬ গ্রাম। ফলে এটি দেখতেও স্টাইলিশ, ব্যবহারেও আরামদায়ক। এমনকি এ ফোনটি একটি ঘড়ি, বালা কিংবা ফাউন্টেইন কলমের থেকেও স্লিম হওয়ার কারণে সহজেই জায়গা হয়ে যায় যেকোনো ব্যাগ কিংবা পকেটে। দুটি ট্রেন্ডি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি। টাইটেনিয়াম গোল্ড এবং ফ্যান্টম ব্ল্যাক। টাইটেনিয়াম গোল্ড রঙটি যেন মরুভূমির গোধূলির আলোর মত উষ্ণ আর দারুণ নান্দনিক। ফ্যান্টম ব্ল্যাক রঙটি যেন আভিজাত্যের প্রতিচ্ছবি।

চোখের যত্নে নির্মিত দৃষ্টিনন্দন ডিসপ্লে
একটি চমৎকার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের জন্য পার্ফেক্টভাবে তৈরী করা হয়েছে ফোনটির ডিসপ্লে। ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে এবং পাঞ্চ হোল ডিজাইনের কারণে ফোনটি দেখতে আরও সুন্দর। হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটিতে রয়েছে অত্যন্ত সরু বেজেলের ৬.৭৭ ইঞ্চির এফএইচডি এবং ২.৫ডি পো-লেড স্ক্রিন। চোখের সুরক্ষা দিতে আছে এসজিএস লো লাইট সার্টিফিকেশন আর ব্লু লাইট ফিল্টার। আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ আছে ১২০ হার্টজ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট। তাই কোনো অস্বস্তি ছাড়াই ব্যবহার করা যাবে দীর্ঘ সময় পর্যন্ত।
ইনহ্যান্সড পারফরম্যান্স, এক্সট্রা ডিউরেবিলিটি
ভিভো ভি৫০ লাইটে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৮৫, যা দিবে প্রতিদিনের ব্যবহারে স্মুথ এক্সপেরিয়েন্স। টেকসই হওয়ার নিশ্চয়তা দিতে এতে আছে মিলিটারি-গ্রেড সুরক্ষা আর ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যা ফোনটিকে করে আরও টেকসই। ধুলোবালি ও পানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে রয়েছে আইপি৬৫ সার্টিফিকেশন।
দুর্দান্ত ক্যামেরা এক্সপেরিয়েন্স
ভিভো ভি৫০ লাইটে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ সেন্সর এবং অরা লাইট, যা স্বয়ংক্রিয়ভাবে আলো ব্যালেন্স করে ছবিগুলোকে আরও প্রফেশনাল ও বিস্তারিতভাবে ফুটিয়ে তোলে। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফি হবে প্রাণবন্ত এবং দ্বিগুণ জুম সুবিধার সঙ্গে পাওয়া যাবে নিখুঁত ছবি। অরা লাইট পোর্ট্রেইট প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে আলো শনাক্ত করে, কম আলোতেও দেয় স্টুডিও-গ্রেড ছবি। ফোনটির দ্বিগুণ গোল্ডেন পোর্ট্রেইট ফিচার ছবিতে এনে দেয় স্নিগ্ধ সোনালি আভা। ফলে, প্রয়োজনীয় ডিটেইল এখন ধরা যাবে আরও কাছ থেকে। তা ছাড়াও ছবির মানকে ইনহ্যান্স করতে আছে এআই স্টুডিও। ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু যাদুর মতো সরাতে সাহায্য করবে এআই ইরেজ ২.০। তাই ছবি হবে একদম মনের মতো।
স্টাইল, পারফরম্যান্স এবং সারাদিনের ব্যাটারি ব্যাকআপ, সব কিছুই এখন হাতের মুঠোয়, এক ফোনে! ভিভো ভি৫০ লাইট এসেছে দুটি দুর্দান্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে: ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম সহ ১২৮ জিবি স্টোরেজ, যার মূল্য ২৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম সহ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার মূল্য ৩২,৯৯৯ টাকা। অসাধারণ সব ফিচারের সমন্বয়ে ভিভো ভি৫০ লাইট এখন জায়গা করে নিচ্ছে গ্রাহকের পছন্দের তালিকায়।