ভিভো ও মানা বে’র নতুন কোলাবোরেশন

ক.বি.ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো এবার বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটার পার্ক মানা বে-এর সঙ্গে কোলাবোরেশনের ঘোষণা দিয়েছে। টেকনোলোজির ও বিনোদনের মিশেলে এই কোলাবোরেশন তরুণ প্রজন্মকে দিবে একটি অনন্য অভিজ্ঞতা। যেখানে তৈরি হবে শেয়ার করার মতো মেমোরেবল মোমেন্টস।
‘ডাইভ ইন স্টাইল’ থিমে ভিভো ওয়াই৪০০ এর এই ক্যাম্পেইন এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে এই ভিভো ও মানা বে-এর এই কোলাবোরেশন। টেকনোলোজির সঙ্গে অ্যাডভেঞ্চারের আনন্দকে মিলিয়ে তরুনদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা আনতেই এই উদ্যোগ। মানা বে-এর ওয়াটার রাইডগুলো যেমন উত্তেজনায় ভরা, তেমনি এই ক্যাম্পেইন হবে মজা আর উত্তেজনায় পরিপূর্ণ।
ভিভো ও মানা বে এর এই কোলাবোরেশনে থাকবে মজার সব ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় আয়োজন, বিশেষ ভিডিও ও কনটেন্ট, আর ভক্তদের জন্য নানা ধরনের স্পেশাল অভিজ্ঞতা। দর্শকরা উপভোগ করতে পারবেন মজাদার সব মুহূর্ত, সারপ্রাইজ গিফট আর এক্সক্লুসিভ অফার।
ভিভো ও মানা বে’র এই যৌথ উদ্যোগ আনছে ফান, টেকনোলজি ও এক্সাইটমেন্টের এক দুর্দান্ত মিশ্রণ। এই অ্যাডভেঞ্চারের যাত্রার সঙ্গে থাকতে ভিভো ও মানা বে’র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করুন।