ভিভো ওয়াই৪০০: অনলাইন-অফলাইনে দুর্দান্ত সূচনা

ক.বি.ডেস্ক: আজকের তরুণরা অ্যাডভেঞ্চার পছন্দ করে, নতুন চ্যালেঞ্জকে তারা উপভোগ করে। তাদের এই অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্যই তৈরি হয়েছে ভিভো ওয়াই৪০০। ভিভো ওয়াই৪০০-এর ফার্স্ট সেল শুরু হয়েছে আজ থেকে (৬ আগস্ট), আর প্রথম দিনেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোন। বিশেষ করে অ্যাডভেঞ্চারপ্রেমীরা ফোনটিকে দেখছেন আন্ডারওয়াটার ফটোগ্রাফির ট্রেন্ডসেটার হিসেবে।
প্রি-অর্ডার থেকেই গ্রাহকদের আগ্রহ চোখে পড়ার মতো ছিল। অনেকে আগে থেকেই বুকিং নিশ্চিত করেছেন, আবার অনেকে দোকানে গিয়ে সরাসরি কিনছেন ভিভো ওয়াই৪০০। অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই দারুণ সাড়া পাচ্ছে স্মার্টফোনটি। দেশব্যাপী ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম এবং অফিসিয়াল ই-স্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৪০০।
সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে ভিভো ওয়াই৪০০ এর কন্টেন্ট। ওয়াই৪০০-এ আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড থাকায় কোনও রকম প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই পানির নিচেও দিচ্ছে ক্লিয়ার ও পারফেক্ট শট। আর ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন ফিচার থাকায় এক টাচেই বের করে দেয় ভেতরে জমে থাকা পানি। এই স্মার্টফোনে আইপি৬৮ এবং আইপি৬৯ দুটি রেটিং-ই থাকায় সবসময় দেয় রাফ অ্যান্ড টাফ পারফরম্যান্স। শুধু ছিটেফোঁটা পানি বা ধুলোবালি নয়, ২ মিটার পানির নিচেও ৩০ মিনিট ডুবে থাকতে পারে ফোনটি।
ভিভো ওয়াই৪০০ এর ফার্স্ট সেল এ আছে বেশ কিছু আকর্ষণীয় অফার যা চলবে ১২ আগস্ট পর্যন্ত। মানা বে টিকেট কুপন যা ব্যবহার করে একটি টিকেট কিনলেই একটি টিকেট একদম ফ্রি, যেকোনো ওয়াটার ড্যামেজ হলে প্রথম ৬ মাসে একবার ফ্রি সার্ভিসের জন্য ইন্স্যুরেন্স সুবিধা। লাইফটাইম অফার হিসেবে যেকোনও সময় ভিভো ওয়াই৪০০কিনলেই পাওয়া যাবে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল। মোমো কিস্তিতে ৮,৪০০ টাকা ডাউনপেমেন্টে ফোনটি কেনার সুযোগ।