আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

ব্রাদার নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে প্রিন্টার টোনার

ক.বি.ডেস্ক: প্রিন্টার জগতে বিশ্বস্ত ব্র্যান্ড ব্রাদার এবার দেশের বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে জেনুইন টোনার। নিয়মিত যাদের প্রিন্ট করা দরকার হয় তাদের জন্য বাজারে সাশ্রয়ী মূল্যর কোন টোনার নেই যার ফলে একজন ক্রেতা খরচ কমাতে চাইনিজ নিম্নমানের টোনার ব্যবহার করে থাকে। সেই সমস্যার সমাধান দিতে দেশের বাজারে এসেছে ব্রাদার টোনার।

প্রতি পৃষ্ঠায় মাত্র ৫০ পয়সা খরচ সহ সর্বোচ্চ ২,৬০০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে এই টোনারগুলো। ৩৪ পৃষ্ঠা প্রতি মিনিটে নিমশেই প্রিন্ট করার পাশাপাশি ডুপ্লেক্স প্রিন্ট সমর্থন করে। ইউএসবি এবং ওয়্যারলেস উভয় কানেক্টিভিটিতেই এটি ব্যবহার করা যায়।

সিঙ্গেল ফাংশন ও মাল্টিফাংশন এই দুই ধরনের প্রিন্টারের জন্য টোনারগুলো পাওয়া যাবে। মডেলগুলো হচ্ছে: HL-B2150W, DCP-B7640DW, MFC-B7810DW, HL-B2100D, HL-B2180DW, DCP-B7620DW

ব্রাদার ব্র্যান্ডের এই টোনারগুলো বাংলাদেশে অনুমোদিত পরিবেশক হচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি। টোনারগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি- এর ওয়েবসাইট, সকল শাখায় এবং অনুমোদিত ডিলার হাউসে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *