বোট ‘স্টোন ১৩৫’ ব্লুটুথ স্পিকার
ক.বি.ডেস্ক: ডিএক্স গ্রুপ দেশের প্রযুক্তি পণ্যের বাজারে নিয়ে এল ভারতের অডিও ওয়্যারেবল ব্র্যান্ড ‘বোট’ এর ব্লুটুথ স্পিকার। স্টোন ১৩৫ মডেলের স্পিকারটিতে রয়েছে ৮০০ মিলি অ্যাম্প্যেয়ার ব্যাটারি ব্যাক-আপ, যার মাধ্যমে ১ বার ফুল চার্জে ১১ ঘণ্টা পর্যন্ত নন-স্টপ গান উপভোগ করতে পারবেন। ডিভাইসটিতে পোর্টেবল লাইট ওয়েট এবং টিডাব্লিএস ফিচার রয়েছে। রয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং এর মূল্য ১৯৯৯ টাকা।
ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, আমরা এ সময়ের তরুণদের কথা মাথায় রেখে ডিজিটাল লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করছি। ১ বছরের ব্রান্ড ওয়ারেন্টিসহ আকর্ষণীয় সব ফিচারের সমন্বয়ে বোট এর ১৭টি এক্সক্লুসিভ স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট পাওয়া যাবে দেশের বাজারে সব রিটেইল চ্যানেল ও অনলাইনে। বোট এর বিভিন্ন মডেলের এসব ডিজিটাল লাইফস্টাইল গ্যাজেটে থাকছে টপ নচ টেকনোলজি, যা ব্যবহারে তরুণদের লাইফস্টাইল গ্যাজেট নির্ভর চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
‘বোট’ এর ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ ২,৯৯৯ টাকায়; নয়েস ক্যান্সেলেশন এয়ারবডস ৪,৪৯৯ টাকায় এবং ওভারহেড হেডফোন পাওয়া যাচ্ছে ২,৯৯৯ টাকায়।