বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আইসিটি বিভাগের শোক
ক.বি.ডেস্ক: আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আইসিটি বিভাগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী এক শোক বার্তায় বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও ঐতিহাসিক নেতৃত্বের প্রতীক ছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং বহুদলীয় রাজনৈতিক ধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, বিশেষত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ধারাবাহিকতা রক্ষা ও রাজনৈতিক অংশগ্রহণের পরিসর সম্প্রসারণে অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুর মাধ্যমে ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।”
আইসিটি বিভাগ মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।





