উদ্যোগ

বিস্পোক এআই ফ্রিজ ক্রয়ে থাকছে মাইক্রোওয়েভ ওভেন

ক.বি.ডেস্ক: ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভ ওভেনের বান্ডেল ডিল নিয়ে এসেছে স্যামসাং। এই ক্যাম্পেইন চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। ক্যাম্পেইনটিতে থাকছে তিনটি ভিন্ন অফার, তাই পছন্দ অনুযায়ী ক্রেতারা যেকোনও অফার বেছে নিতে পারবেন।

স্যামসাং এআই রেফ্রিজারেটর আরটি৪৭ ৮এ অথবা আরটি৪৭ ২২ মডেলের প্রতিটির সঙ্গে ক্রেতারা পাবেন বিনামূল্যে স্যামসাং ২৩ লিটারের সোলো মাইক্রোওয়েভ ওভেন, গ্রিল মাইক্রোওয়েভ ওভেনের ওপর ৭০ শতাংশ মূল্য ছাড় অথবা কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের যেকোনও মডেলের ওপর ৫০ শতাংশ মূল্য ছাড়।

সাধারণ সোলো মাইক্রোওয়েভ ওভেন, গ্রিল ফিচারের ওভেন কিংবা মাল্টিফাংশনাল কনভেকশনাল ওভেন, ক্রেতারা যাতে নিজেদের পছন্দ ও চাহিদা উভয়ের সমন্বয়ে সেরা ডিল বেছে নিতে পারেন, ক্যাম্পেইনে এ সুবিধা নিশ্চিত করা হয়েছে। দেশজুড়ে সকল র‍্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের শোরুমে ক্রেতারা এ অফার উপভোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *