বিস্পোক এআই প্রযুক্তির ফ্রিজ নিয়ে এলো স্যামসাং
![](https://computerbichitra.com/wp-content/uploads/2024/12/01-11.jpg)
ক.বি.ডেস্ক: দেশের বাজারে নতুন ও সর্বাধুনিক “বিস্পোক এআই” প্রযুক্তি সুবিধাসম্পন্ন রেফ্রিজারেটর উন্মোচন করেছে স্যামসাং। নতুন লাইনআপে রয়েছে চারটি অত্যাধুনিক মডেল- আরটি৩১বি১, আরটি৩৫বি১, আরটি৩৫২২ এবং আরটি৪২বি১। এআই সমর্থিত ফ্রিজগুলো আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমিয়ে আনার পাশাপাশি কমপ্রেসারের স্থায়িত্বও বাড়াবে। হোম অ্যাপ্লায়েন্সের বাজারে স্মার্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে এই রেফ্রিজারেটরগুলো।
নতুন ফ্রিজগুলোতে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সব ফিচার। স্যামসাংয়ের স্মার্টথিংস এআই প্রযুক্তি ব্যবহারকারীদের রেফ্রিজারেটর ব্যবহারের অভ্যাস বিশ্লেষণ করে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তার ধারণা দেয় এবং নির্ধারিত সীমার বেশি বিদ্যুৎ ব্যবহৃত হলে সেভিং মোড চালুর পরামর্শ দেয়। স্যামসাংয়ের স্পেসম্যাক্সট্রেডমার্ক প্রযুক্তি রেফ্রিজারেটরগুলোতে যথেষ্ট ইন্টেরিয়র স্পেস নিশ্চিত করে। জরুরি কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলেও সমস্যা নেই, কারণ স্মার্টথিংস অ্যাপ ব্যবহার করে ওয়াই-ফাই’এর মাধ্যমে দূর থেকেও এই রেফ্রিজারেটরগুলো নিয়ন্ত্রণ করা যায়।
সম্প্রতি রাজধানীর গুলশান ২-এ অবস্থিত র্যাংগস ই-মার্ট স্টোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন এই রেফ্রিজারেটর লাইনআপ উন্মোচন করা হয়। রেফ্রিজারেটরগুলো উন্মোচন করেন স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ, র্যানকন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, স্যামসাং বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এবং র্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী।
ব্যবহারকারীদের নানা ধরণের প্রয়োজন মেটানোর উপযোগী করে এই রেফ্রিজারেটরগুলো ডিজাইন করা হয়েছে। প্রতিটি মডেলে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মেটালিক ফিনিশ, কোটা ফিনিশ এবং গ্লাসের সমন্বয়ে তৈরি স্লিক, ফ্ল্যাট দরজা, যা আধুনিক গৃহস্থালির নান্দনিকতা ও সৌন্দর্য্যের চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই। আধুনিক গৃহস্থালির জন্য এই রেফ্রিজারেটরগুলো আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পরিবেশ বান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সক্ষম।