সাম্প্রতিক সংবাদ

বিসিএস কমিপউটার সিটির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ: রাজধানীর আগারগাঁওস্থ আইডিবি ভবনে অবস্থিত দেশের বৃহত আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রযুক্তি পণ্যের বাজার বিসিএস কমপিউটার সিটির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এই নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করে দিয়েছে ভবনটির মালিকানাধিন প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) কর্তৃপক্ষ। বিসিএস কমপিউটার সিটির এই নতুন ব্যবস্থাপনা কমিটি আজ বুধবার (১৫ জানুয়ারি) থেকে দায়িত্ব পালন করবেন।

বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি গঠনে প্রতি দুই বছর অন্তর কমিটি গঠন করে দিচ্ছে ভবনটির মালিক আইডিবি-বিআইএসইডব্লিউ। আর দুই বছর মেয়াদী এই ব্যবস্থাপনা কমিটি ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের প্রথম ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। বর্তমানে ৯ সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

বিসিএস কমপিউটার সিটির আগামী ২০২৫-২০২৭ মেয়াদের ৯ সদস্যের দ্বিবার্ষিক নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সিস কমপিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন খান। সহ-সভাপতি হলেন সুইপ কমপিউটার্স লিমিটেডের পরিচালক ফজলুল বারি লিটন। মহাসচিব হলেন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মোহাম্মদ জাহেদ আলি ভূঁইয়া। কোষাধ্যক্ষ হলেন অনিক্স কমপিউটার সিস্টেমের কর্ণধার মোসলেহ উদ্দিন ফরিদ।

ব্যবস্থাপনা কমিটির পাঁচজন সদস্য হলেন আর এস কমপিউটার সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম; টেকনো কেয়ার কমপিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল আলম; টেক ভিউ লিমিটেডের চেয়ারম্যান মো. আনোয়ারুর রহমান; কনফিডেন্স কমপিউটার অ্যান্ড নেটওয়ার্কের কর্ণধার কাজী মনির হোসেন এবং ইউটেক ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান রাজু।

এক নজরে বিসিএস কমপিউটার সিটি
১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর যাত্রা করা বিসিএস কমপিউটার সিটি ঢাকার প্রাণকেন্দ্র শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ের আইডিবি ভবনে অবস্থিত। ‘বিসিএস কমপিউটার সিটি’ নামের বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলো দেশের আইসিটি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)। নজরকাড়া স্থাপত্যশৈলীর এই ভবনে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা ও প্রযুক্তি পন্যের সমাহার। প্রায় এক লাখ পঁচিশ হাজার বর্গফুট আয়তনের চারতলা এই ভবনে ১৫৪টির অধিক প্রযুক্তি পণ্যের বিক্রয়কারি প্রতিষ্ঠান রয়েছে।

আন্তর্জাতিক মানের প্রযুক্তি পণ্যের বিশেষায়িত বাজার বিসিএস কমপিউটার সিটি। প্রযুক্তি পণ্য কেনার আগে ক্রেতারা কমপিউটার বা ল্যাপটপ চালিয়ে দেখার যে সুযোগ পান, তা এখানে প্রথম চালু করা হয়। শুধু নতুন প্রযুক্তি পণ্য কেনা নয়, যে কোনও প্রযুক্তি পণ্য মেরামতও করা হয় এখানে। বিশ্বখ্যাত প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত কমপিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এখানে ন্যায্যমূল্যে এবং আসল পণ্য কিনতে পারছেন। বিশ্বের প্রযুক্তি বাজারের সঙ্গে তাল মিলিয়ে এই বাজারের ব্যবসায়ীরা ক্রেতাদের সামনে নতুন নতুন পণ্য হাজির করছেন। বিসিএস কমপিউটার সিটিকে বলা হয় বাংলাদেশের আইটি শিল্পের কেন্দ্রস্থল।

বিসিএস কমপিউটার সিটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি বিশেষায়িত বাজার। নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং টাইলস সজ্জিত একটি ভবন। প্রত্যেক ফ্লোরে টয়লেট সুবিধা রয়েছে। মহিলাদের জন্য রয়েছে পৃথক টয়লেট ব্যবস্থা। এ ছাড়া রয়েছে নামাজের জন্য মসজিদ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা।

বিসিএস কমপিউটার সিটিতে রয়েছে এস্কেলেটর সিড়ির সুবিধা এবং দুটি লিফট। মার্কেটটির নিরাপত্তার জন্য সার্বক্ষনিক সিসিটিভি ব্যবস্থা রয়েছে। এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস নিরাপত্তারক্ষী রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তায় তারা খু্বই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। মার্কেটটি প্রতি সপ্তাহের রবিবার বন্ধ থাকে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *