বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ শুরু, তিন গেমে ৪ লাখ টাকার পুরস্কার
ক.বি.ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে চলমান চার দিনব্যাপী (২৮-৩১ জানুয়ারি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর দ্বিতীয় দিনে শুরু হয়েছে বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। মেলা প্রাঙ্গণের হল অব ফেমে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া, বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, বিসিএস মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, গিগাবাইটের রিজিওনাল বিজনেস হেড অ্যালান সু, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং স্মার্ট টেকনোলজিসের পরিচালক মুজাজিদ আল বেরুনী সুজন।
নকআউট পর্বে শুরু হয় ফিফা ২৬ টুর্নামেন্ট ও ভেলোরেন্ট প্রতিযোগিতা। ভেন্যুর বড় পর্দায় সরাসরি দেখানো হচ্ছে খেলা। পাশাপাশি মোবাইল প্ল্যাটফর্মে চলছে ই-ফুটবল টুর্নামেন্ট।

আয়োজকরা জানান, বাংলাদেশে ই-স্পোর্টস ও গেমিং সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে বিসিএস আয়োজিত এই ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে তিনটি জনপ্রিয় গেমে মোট ৪ লাখ টাকা প্রাইজ মানি রাখা হয়েছে। তরুণদের অংশগ্রহণ আরও উৎসাহিত করতে দর্শকদের জন্য বিশেষ ফ্রি গিভঅ্যাওয়ের আয়োজনও রাখা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তরুণদের মধ্যে ই-স্পোর্টসের সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক গেমিংয়ে তাদের প্রস্তুত করাই মূল লক্ষ্য।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, টুর্নামেন্টের অনলাইন পর্ব এক সপ্তাহ আগে শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গেমাররা অংশ নিচ্ছেন। পাশাপাশি বিপুলসংখ্যক গেমপ্রেমী দর্শকের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।





