বিসিএস’র সভাপতি সুব্রত, সহসভাপতি রাশেদ এবং মহাসচিব কামরুজ্জামান
ক.বি.ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতি’র (বিসিএস) ২০২৪-২০২৬ মেয়াদকালের দ্বিবার্ষিক সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ‘মেম্বারস ভয়েস’ প্যানেল প্রধান ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। পাশাপাশি পুনরায় মহাসচিব হলেন সাউথ বাংলা কমপিউটারের মো. কামরুজ্জামান ভূইয়া এবং পুনরায় সহসভাপতি হলেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মো. রাশেদ আলী ভূঁইয়া। ইঞ্জিনিয়ার সুব্রত সরকার তৃতীয় বারের মতো বিসিএস’র সভাপতি নির্বাচিত হলেন। তিনি ২০২২-২০২৪ এবং ২০১৮-২০১৯ মেয়াদে সভাপতি ছিলেন।
বিসিএস’র ২০২৪-২০২৬ মেয়াদকালের দ্বিবার্ষিক সাত সদস্যের নির্বাহী পরিষদে যুগ্ম মহাসচিব হয়েছেন মাইক্রোসান সিস্টেমসের এস এম ওয়াহিদুজ্জামান। কোষাধ্যক্ষ হয়েছেন মিজান ট্রেডের আনিসুর রহমান। পরিচালকদ্বয় হলেন টেকনো প্ল্যানেট সিস্টেমসের মো. মনজুরুল হাসান ও নেওয়াজ এন্টারপ্রাইজের এইচ এম শাহ নেওয়াজ।
গতকাল বুধবার (৩ এপ্রিল) ঢাকার মিন্টু রোডে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিসিএস’র ২০২৪-২০২৬ মেয়াদকালের দ্বিবার্ষিক সাত সদস্যের ইসি নির্বাচন। একইসঙ্গে বিসিএস’র ১১টি শাখা কমিটির মধ্যে রংপুর ও কুমিল্লা শাখা কমিটির ইসি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গতকাল রাতেই ফলাফল ঘোষণার পাশাপাশি ৭ জন বিজয়ী পরিচালকদের মধ্যে পদ বণ্টন করা হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলো ২১৫০ জন। ভোট দিয়েছেন ১৪৬৬ জন ভোটার। ২৯টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে মেম্বারস ভয়েস প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ৭টি পরিচালক পদে ৭টিতেই জয়লাভ করেছে প্যানেলটি। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন মো. কামরুজ্জামান ভূইয়া, প্রাপ্ত ভোট ১৩৫০। দ্বিতীয়- মো. রাশেদ আলী ভূঁইয়া, প্রাপ্ত ভোট ১৩৪৫। তৃতীয়- আনিসুর রহমান, প্রাপ্ত ভোট ১৩৩৩। চতুর্থ- মো. মনজুরুল হাসান, প্রা্প্ত ভোট ১২৬২। পঞ্চম- এইচ এম শাহ নেওয়াজ, প্রাপ্ত ভোট ১২১৯। ষষ্ঠ- এস এম ওয়াহিদুজ্জামান, প্রাপ্ত ভোট ১১০২। সপ্তম- ইঞ্জি. সুব্রত সরকার, প্রাপ্ত ভোট ৯৮৯।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন এক্সেল টেকনোলজিসের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্যদ্বয় সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী নাজমুল আলম ভুঁইয়া এবং কমপিউটার আর্কাইভসের স্বত্বাধিকারী মো. আমির হোসেন। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন ম্যাসিভ কমপিউটার্সের স্বত্বাধিকারী মুসা কামাল মিহির। সদস্যদ্বয় অ্যাডভান্স কমপিউটার টেকনোলজির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার চৌধুরি মো. আসলাম এবং বিজনেসল্যান্ডের পরিচালক হামিদুল্লাহ খান কচি।