বিসিএস’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
ক.বি.ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) ২০২২-২০২৪ মেয়াদকালের নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিসিএস’র কার্যনির্বাহি কমিটির (২০২২-২০২২) সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।
গত বৃহষ্পতিবার (৩১ মার্চ) বিসিএস কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হয়। এসময় ২০২০-২০২২ কমিটির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুজাহিদ আল বেরুনী সুজন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া, পরিচালকদ্বয় মোশারফ হোসেন সুমন এবং রাশেদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে সহসভাপতি রাশেদ আলী ভূঁইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালকত্রয় মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমন উপস্থিত ছিলেন।
বিদায়ী সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, যারা বিসিএস’র দায়িত্ব নিয়েছেন তারা আমাদের সতীর্থ। বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে নতুন কমিটি দক্ষতার সঙ্গে কাজ করবেন বলেই আমার বিশ্বাস। আসুন আমরা সবাই নতুন পর্ষদকে অভিনন্দন জানাই এবং আগামী দুই বছর এই পর্ষদকে সার্বিক সহযোগিতার অঙ্গিকার করি।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন, বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে সদস্যদের সহযোগিতা নিয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ‘মেম্বার ভয়েস’ নামকরণে আমরা বিসিএস নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি সদস্যদের উন্নতি মানেই বিসিএসর উন্নতি। বিসিএসকে দেশ সেরা প্রযুক্তি সংগঠনে পরিণত করা এবং ডিজিটাল বাংলাদেশকে আইসিটি খাতে ইনোভেশনকে গুরুত্ব দিয়ে উতপাদনশীল দেশ হিসেবে বিশ্বে সমাদৃত করাই আমাদের মূল লক্ষ্য।
বঙ্গবন্ধুর সমাধিসৌধতে পুষ্পস্তবক অর্পণ: গতকাল শুক্রবার (১ এপ্রিল) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে বিসিএস’র নবনির্বাচিত কমিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিসিএসর কার্যনির্বাহী কমিটির কার্যক্রম শুরু করেন। এসময় বিসিএস সহসভাপততি রাশেদ আলী ভূঁইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীসহ বিসিএস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।