বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে ডিআইই্উ’র নতুন অর্জন - computerbichitra.com
সাম্প্রতিক সংবাদ

বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে ডিআইই্উ’র নতুন অর্জন

ক.বি.ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এবারের (২০২৫) বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইই্উ) প্রথমবারের মতো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস বাই সাবজেক্ট-এ মযাদাপূর্ন স্থান পেয়েছে।

গত বুধবার (১২ মার্চ) কিউএস তাদের ওয়েবসাইটে ২০২৫-এর বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে।

র‍্যাঙ্কিংয়ে কমপিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। গ্লোবালি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ এবং কমপিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস- এই দুই বিষয়ে যথাক্রমে ৬০১-৬৫০ এবং ৬৫১-৭০০ তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি।

ইতোপূর্বে ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-এর অন্যান্য তালিকাতেও নিজেদের অবস্থান নিশ্চিত করেছিল বিশ্ববিদ্যালয়টি। এর মধ্যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-এর সামগ্রিক তালিকায় ১২০১-১৪০০ এর ঘরে, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০০ এর ঘরে, বাংলাদেশের মধ্যে সামগ্রিকভাবে ৫ম এবং দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় স্থানে অবস্থান করছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।

সাস্টেইনিবিলিটি র‍্যাঙ্কিংয়ের দিক থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। তা ছাড়া সম্প্রতি প্রকাশ পাওয়া টাইমস হায়ার এডেিকশন র‍্যাঙ্কিংয়ের বিষয়ভিত্তিক তালিকাতেও ৪টি বিষয়ে প্রথম স্থানেই ছিল দেশের অন্যতম সেরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *