বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন অপো ফাইন্ড এন৫

ক.বি.ডেস্ক: স্মার্ট টেকনোলজি ইনোভেশন ব্র্যান্ড অপো এর সর্বাধুনিক ফোল্ডেবল স্মার্টফোন ‘অপো ফাইন্ড এন৫’ নিয়ে এসেছে। বিশ্বের সবচেয়ে পাতলা এই বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনটি ডিজাইন ও ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি কেবল কোনও সাধারণ ফোল্ডেবল নয়; একইসঙ্গে, এটি আগামীদিনের ইন্টেলিজেন্ট ও এলিগেন্ট স্মার্টফোনের ধারণাও দেয়।
বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য এই ফোনটি সামনা সামনি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে ঢাকার নির্ধারিত কিছু জায়গায় দেখা যাবে। ক্রেতারা এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আলফা, বেটা ও জোন ১ এবং যমুনা ফিউঅপেচার পার্কের অপো পার্ক, দর্পন ও মিস কল ঘুরে দেখার মাধ্যমে এই স্মার্টফোনের বিশেষত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন।
অপো ফাইন্ড এন৫ ফোল্ড থাকা অবস্থায় ৮.৯৩ মিলিমিটার ও আনফোল্ড অবস্থায় ৪.২১ মিলিমিটারের স্লিম ডিজাইনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। টাইটানিয়াম অ্যালোয় ফ্লেক্সিকন হিঞ্জ টেকনোলোজি সমৃদ্ধ এর ফোল্ডেবল মার্বেল মুভমেন্টের ক্ষেত্রে স্ট্রেন্থ ও ফ্লুইডিটি দুটিই বজায় রাখবে। এর সঙ্গে থাকা শিল্ডেড অ্যালুমিনিয়াম অ্যালোয় ফ্রেম এর ডিউরাবিলিটি নিশ্চিত করবে। এর ৮.১২ ইঞ্চি এলটিপিও ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। ফলে এর প্রতিটি স্ক্রল, সোয়াইপ ও স্ট্রিম হবে অনেক বেশি স্মুথ ও নিখুঁত।
নতুন এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্ল্যাটফর্ম, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটির পারফরম্যান্স নিরবচ্ছিন্ন করতে রয়েছে ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং। হ্যাসেলব্লাডের সঙ্গে কো-ডেভেলপড ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এতে। এর মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স।
ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এবং ডিজিটাল ইকোসিস্টেমে আরও বেশি কানেক্টেড করতে এতে ব্যবহার করা হয়েছে কালারওএস ১৫। অপো সিস্টেম কানেক্টের মাধ্যমে এটি আপনার ম্যাক সিস্টেমের সঙ্গে ইন্টেগ্রেটেড থাকবে, ফলে ফাইল ট্রান্সফার বা ক্রস-ডিভাইস কন্ট্রোল হবে আগের চেয়ে অনেক সহজ। গুগলের এআই-ভিত্তিক অ্যান্ড্রয়েড প্রোডাক্টিভিটি টুলের মাধ্যমে এটি আপনার সৃজনশীলতাকেও নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
মোবাইল উদ্ভাবনের ধারণাকে পুরোপুরি বদলে দিতে অপো এই ফাইন্ড এন৫ নিয়ে এসেছে। দেখতে একদম প্রফেশনাল এই ফোনটি আপনার ডিজিটাল কাজগুলোকে প্রয়োজনমতো গুছিয়ে দিয়ে আপনার সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে; কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জীবনকে উপভোগ করা বা টেক-প্রেমী হিসেবে আপনার যাত্রাকে আরও সাবলীল করবে। ফোল্ড ও আনফোল্ডের পাশাপাশি, আরও সমৃদ্ধ অভিজ্ঞতার নিশ্চয়তা দিচ্ছে অনন্য এই স্মার্টফোন। বিস্তারিত: https://www.facebook.com/OPPOBangladesh