বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন স্পার্ক ৪০ প্রো প্লাস

ক.বি.ডেস্ক: আলট্রা-স্লিম ফোনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসছে। স্মার্টফোন খাতে আলট্রা-স্লিম ডিজাইনের নতুন মাইলফলক স্পর্শ করেছে টেকনো। প্রযুক্তি ব্র্যান্ড টেকনো উন্মোচন করেছে ‘স্পার্ক ৪০ প্রো প্লাস’ স্লিম স্মার্টফোন। ফোনটি ৬.৪৯ মিলিমিটারের স্লিম ডিজাইনে নিয়ে আসা হয়েছে। এই ফোনে ফোরজি চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর।
স্পার্ক ৪০ প্রো প্লাস
এই ফোনে ব্যবহার করা হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ২-মিটার ড্রপ প্রোটেকশন। রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেনডেড), ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। একইসঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং থাকছে।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ৫০ মেগাপিক্সেল এআই-সক্ষম মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। প্রফেশনাল মানের ফটোগ্রাফি নিশ্চিত করতে এতে এআই ফ্ল্যাশস্ন্যাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট, এআই শার্পনেসের মতো ফিচার থাকছে। এই ফোনে রয়েছে প্রডাক্টিভ এআই ফিচার যেমন ইমেজ-টু-ডকুমেন্ট, ইমেজ-টু-এক্সেল, ইমেজ প্রাইভেসি ব্লারিং, এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ সহ আরও অনেক ফিচার।
এতে টেকনো ফ্রি লিঙ্ক নামে একটি রেকর্ডিং ফিচারও যুক্ত রয়েছে, যা নেটওয়ার্ক সংযোগ ছাড়াই কল ও টেক্সট করার সুবিধা দেয়। ব্যবহারকারীদের কানেক্টিভিটির সমস্যা সমাধান করবে এই ফিচার। প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে মাল্টিফাংশনাল এনএফসি ও আউটডোর বুস্টার ফিচার ব্যবহার করা হয়েছে। সিকিউরিটি সেকশনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা রয়েছে।
টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস ফোনটির মূল্য ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ডিভাইসটি এখন বাংলাদেশের সকল টেকনো ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে। বিস্তারিত: www.facebook.com/TECNOMobileBangladesh