বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে একজোট হলো দারাজ ও হাইসেন্স

ক.বি.ডেস্ক: দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য সহজে পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ এবং গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স একজোট হয়েছে। দারাজমলে ‘হাইসেন্স|ফেয়ার ইলেকট্রনিক্স মল ফ্ল্যাগশিপ স্টোর’ চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে গ্রাহকেরা হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তির টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার সহ সব উদ্ভাবনী পণ্য দারাজ থেকেই কিনতে পারবেন।
সম্প্রতি ঢাকার ফেয়ার গ্রুপের প্রধান কার্যালয়ে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে হাইসেন্সের অনুমোদিত উৎপাদক ও পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্স। চুক্তিতে স্বাক্ষর ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই। এ সময় হাইসেন্স ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক জেসন ওয়াং, ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘হাইসেন্স|ফেয়ার ইলেকট্রনিক্স মল ফ্ল্যাগশিপ স্টোর’ ফ্ল্যাগশিপ স্টোরটির মাধ্যমে সারা দেশের গ্রাহকেরা আকর্ষণীয় অফারে ও দেশব্যাপী হোম ডেলিভারি সুবিধায় দারাজের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে হাইসেন্সের প্রিমিয়াম পণ্যগুলো কিনতে পারবেন।