আনুষাঙ্গিক মোবাইল

বিশ্বব্যাপী সেরা দশ স্মার্টফোনের তালিকায় রেডমি ১৩সি

ক.বি.ডেস্ক: বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রি হওয়া সেরা দশটি স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিল শাওমি রেডমি ১৩সি। গ্রাহকদের জীবনকে আরও সহজ করে তুলতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফিচার আর সুলভ মূল্যের কারণে স্মার্টফোনটি সকল পর্যায়ের গ্রাহকদের আকৃষ্ট করতে সফল হয়েছে। ফ্ল্যাগশিপ মডেলের ভীড়েও শাওমি রেডমি ১৩সি-র এই তালিকায় নবম স্থান অর্জন করে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

কাউন্টারপয়েন্টের ভাষ্যমতে, এই বছর শাওমি স্মার্টফোন ব্যবসায় যে প্রবৃদ্ধি অর্জন করেছে তার পিছনেও শাওমি রেডমি ১৩সি-র বেশ বড় অবদান রয়েছে। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে শাওমির স্মার্টফোন খাত থেকে আয় হয়েছে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৩২ দশমিক ৯ শতাংশ বেশি। একইসাথে বাংলাদেশের বাজারে সেরা পাঁচ জনপ্রিয় স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে শাওমি রেডমি ১৩সি।

শাওমি রেডমি ১৩সি-র এই সাফল্য কেবল শাওমির স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদাকেই নয়, বরং তার ব্যবহারকারীদের জন্য সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি এবং স্মার্টফোন শিল্পে বৈশ্বিক অবস্থানকেও শক্তিশালী করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *