আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

বিল্ট-ইন হিট সিঙ্ক সমৃদ্ধ লেক্সার জেন ৫ এসএসডি

ক.বি.ডেস্ক: কন্টেন্ট ক্রিয়েটর ও গেমারদের জন্য বিশ্বখ্যাত মেমোরি কোম্পানি লেক্সার জেন ৫ এসএসডি নিয়ে এসেছে যাতে রয়েছে বিল্ট-ইন হিট সিঙ্ক। ১১,৫০০ মেগাবাইট/সেকেন্ড রিড স্পিড এবং ৯,০০০ মেগাবাইট/সেকেন্ড রাইট স্পিড এবং সঙ্গে সর্বোচ্চ কুলিং দেয়ার জন্য ডিজাইন করা এই এসএসডি। লেক্সার এনএম১০৯০ মডেলের এই এসএসডি ১ টেরাবাইট ধারণক্ষমতার পাওয়া যাচ্ছে।

লেক্সারের এই জেন ৫ এসএসডি আগের ফ্লাগশিপ মডেল থেকেও দ্বিগুণ পারফর্ম করবে। তাপমাত্রা কমিয়ে রাখতে এবং স্টাইলিশ দেখতে এতে ব্যবহার করা হয়েছে একটি ইউনিক হিটসিঙ্ক যাতে আছে হিট ব্লাস্টিং ফ্যান ও আরজিবি লাইট। ডির‍্যাম বেসড এই এসএসডিতে এসএলসি ডাইনামিক ক্যাশ ফিচার রয়েছে যা এটির পারফরমান্স বুস্ট করে এবং লেটেন্সি কমিয়ে আনে। এসএসডিটি মাইক্রোসফট ডিরেক্ট স্টোরেজ সমর্থন করে যা গেম লোডিং এবং ভারী কাজ করার সময় এর গতি অনেক বাড়িয়ে দেয়।

১৩ ও ১৪ জেন ইন্টেল এবং ৭০০০ সিরিজ এএমডি প্রসেসর সহ সকল আধুনিক কমপিউটারে লেক্সারের এই জেন ৫ এসএসডি সমর্থন করবে। এনএম১০৯০ এসএসডির ড্রাইভ হেলথ মনিটর করার জন্য রয়েছে লেক্সার ডিস্কমাস্টার সফটওয়্যার যা এটিকে লং টাইম পারফর্ম করার জন্য অপটিমাইজেশন সহ কঠোর ডেটা নিরাপত্তা দিতে সক্ষম।

লেক্সার প্রফেশনাল এনএম১০৯০ জেন ৫ ১টিবি এসএসডি দেশের বাজারে বাজারজাত করছে পণ্যটির পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি। পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ডের ওয়েবসাইট, সকল শাখা ব্রাঞ্চ এবং তাদের অনুমোদিত ডিলার হাউসে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *