বিপিএল ও লা লিগা লাইভ স্ট্রিমিং নিয়ে আকাশ গো ওটিটি’র যাত্রা
ক.বি.ডেস্ক: আকাশ ডিজিটাল টিভি এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আকাশ গো অ্যাপ। এই প্ল্যাটফর্মে বিপিএল ২০২৫-২৬ এবং চলমান স্প্যানিশ লা লিগার ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং সহ হটস্টার স্পেশালস জিওসিনেমা, জি এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখা যাচ্ছে। আকাশ গো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এখন সবার জন্য উন্মুক্ত।
আকাশ গো’তে রয়েছে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক- গো প্রাইম এবং গো লা লিগা। সাবস্ক্রাইবারগণ তাদের স্মার্টফোন, ট্যাব এবং ওয়েবে (www.akashgo.com) দেখতে পারবেন। আকাশ গো ওটিটি অ্যাপে একইসঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। আকাশ গো অ্যাপটি গুগুল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপল অ্যাপ স্টোর (আইওএস) থেকে ডাউনলোড করা যাচ্ছে।
এ ছাড়াও, আকাশ ডিজিটাল টিভি তাদের ডিটিএইচ গ্রাহকদের জন্য দিচ্ছে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তারা বিপিএল, লা লিগা, দেশি-বিদেশি ওয়েব সিরিজ এবং স্থানীয় লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। গ্রাহক চাহিদা এবং নতুন নতুন প্রযুক্তির আগমনের সঙ্গে আকাশ নিরবচ্ছিন্নভাবে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন করে আসছে। বিস্তারিত: www,akashdth.com





