বিদেশ থেকে আনা ফোন কি বন্ধ হয়ে যাবে? জানুন সহজ নিবন্ধন প্রক্রিয়া
ক.বি.ডেস্ক: বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ বা আনঅফিসিয়াল মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চালু করেছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম।
এই সিস্টেম চালুর ফলে এখন থেকে নিবন্ধনহীন, চোরাচালানকৃত বা অননুমোদিত মোবাইল ফোন দেশের মোবাইল নেটওয়ার্কে স্থায়ীভাবে ব্যবহার করা যাবে না। তবে বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা বা উপহার হিসেবে পাওয়া মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে বিশেষ নিবন্ধন সুবিধা।
বিদেশ থেকে আনা ফোন কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে?
না। বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা একটি মোবাইল ফোন প্রাথমিকভাবে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকবে। তবে এই সাময়িক সুবিধার মেয়াদ সর্বোচ্চ ৩০ দিন। এই সময়ের মধ্যে ফোনটি নিবন্ধনের জন্য গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে নির্দেশনা দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে।
কেন এনইআইআর নিবন্ধন বাধ্যতামূলক?
এনইআইআর চালুর মূল উদ্দেশ্য হলো- অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা, মোবাইল চুরি প্রতিরোধ, গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করা, বৈধ ব্যবসা ও আমদানিকে উৎসাহিত করা। প্রতিটি মোবাইল ফোনের রয়েছে একটি ইউনিক নম্বর আইএমইআই। এই নম্বরের মাধ্যমেই ফোনের বৈধতা যাচাই করা হয়।
বিদেশ থেকে আনা মোবাইল ফোন অনলাইনে নিবন্ধনের ধাপসমূহ
ধাপ–১: এনইআইআর পোর্টালে অ্যাকাউন্ট তৈরি। প্রথমে গ্রাহককে বিটিআরসি’র এনইআইআর পোর্টালে প্রবেশ করতে হবে https://neir.btrc.gov.bd। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
ধাপ–২: স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে আইএমইআই প্রদান। লগইন করার পর Special Registration অপশনে গিয়ে ফোনের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর প্রবেশ করাতে হবে।
ধাপ–৩: প্রয়োজনীয় কাগজপত্র আপলোড: এরপর নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি আপলোড করতে হবে, যেমন- পাসপোর্ট, ভিসা, দেশে প্রবেশের ইমিগ্রেশন স্ট্যাম্প, বিদেশ থেকে ফোন কেনার রশিদ। সব তথ্য সঠিকভাবে আপলোড করে Submit বাটনে ক্লিক করতে হবে।
ধাপ–৪: যাচাই ও চূড়ান্ত সিদ্ধান্ত- বিটিআরসি কর্তৃক তথ্য যাচাই-বাছাই শেষে ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। কোনও অসঙ্গতি থাকলে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। অবৈধ প্রমাণিত হলে ফোনটি মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
কোন কোন কাগজপত্র প্রয়োজন ?
আবেদনের ধরন ও কারণভেদে প্রয়োজনীয় নথি ভিন্ন হতে পারে। সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়- পাসপোর্ট, বৈধ ভিসা, প্রবেশ স্ট্যাম্প, বিদেশি ক্রয়ের চালান এবং প্রয়োজনে অতিরিক্ত পরিচয়পত্র।
কবে থেকে এনইআইআর কার্যকর?
বিটিআরসি প্রথমে ১৬ ডিসেম্বর এনইআইআর চালুর ঘোষণা দেয়। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে সিস্টেমটি চালু করা হয়।
ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
বিদেশ থেকে ফোন আনলে ৩০ দিনের মধ্যে নিবন্ধন নিশ্চিত করুন। আইএমইআই নম্বর মিলিয়ে দেখুন (*#06# ডায়াল করে)। রশিদ ও ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করুন। সন্দেহজনক বা আনঅফিসিয়াল ফোন কেনা থেকে বিরত থাকুন।





