সফটওয়্যার

বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরতা কমাবে ‘কোনা-সিপিএস’

ক.বি.ডেস্ক: কোনা সফটওয়্যার ল্যাবের বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলীদের উদ্যোগে দেশে প্রথমবারের মত ‘কোনা-সিপিএস’ একটি আধুনিক ও সম্ভাবনাময় কার্ড পারসোনালাইজেশন সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরতা কমাবে, সময় বাঁচবে এবং সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। পাশাপাশি বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরতা ছাড়াই স্বাধীনভাবে কার্ড ইস্যু করতে পারবে দেশের ব্যাংকগুলো।

সম্প্রতি ইএমভি-কমপ্লায়েন্ট কার্ড পারসোনালাইজেশন সেবা প্রদানে ইসলামী ব্যাংকের সঙ্গে কোনা সফটওয়্যার ল্যাব চুক্তি স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিজিটাল ব্যাংকিং উইং মোশাররফ হোসেন, কোনার চিফ বিজনেস অফিসার সিরাজ সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের প্রতিনিধিবৃন্দ সহ শিল্পখাত সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।

দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকের জন্য কোনা কার্ড পারসোনালাইজেশন সিস্টেম (কোনা-সিপিএস) সফলভাবে বাস্তবায়ন করেছে পেমেন্ট ও সিকিউরিটি সেবাদাতা প্রতিষ্ঠান কোনা সফটওয়্যার ল্যাব লিমিটেড। বিশ্বমানসম্পন্ন ইএমভি কার্ড পারসোনালাইজেশন সিস্টেমের মাধ্যমে স্থানীয় ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে সহ ভিসা, মাস্টারকার্ড ও ইউনিয়নপে ইন্টারন্যাশনালের মত আন্তর্জাতিক স্কিমে ইএমভি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে ইসলামী ব্যাংক।

আরিফ হোসেন খান বলেন, “এ অর্জন আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে; পাশাপাশি, নগদ অর্থবিহীন (ক্যাশলেস) বাংলাদেশ গড়ার পথে শক্তিশালী ভিত্তিস্থাপনে ভূমিকা রেখেছে।”

এ প্রসঙ্গে সিরাজ সিদ্দিকী বলেন, “কোনা-সিপিএস’র মাধ্যমে কোনা সফটওয়্যার ল্যাব প্রমাণ করেছে যে বাংলাদেশ আর কেবল বিদেশি প্রযুক্তির ভোক্তা নয়। আমরা এখন দেশীয় উদ্ভাবন ও সহায়তার মাধ্যমে বিশ্বমানের সমাধান তৈরি করছি। এ উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কোনা সফটওয়্যার ল্যাব কার্ড উৎপাদন কারখানা ও পারসোনালাইজেশন ব্যুরো স্থাপনের পরিকল্পনা নিয়েছে। নিজস্ব কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ও আন্তর্জাতিকভাবে মানসম্মত টোকেনাইজেশন সেবা চালু করার পরিকল্পনাও গ্রহণ করেছে। এই উদ্যোগ বাংলাদেশের পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে, সুরক্ষিত উপায়ে ডিজিটাল কার্ড ইস্যু নিশ্চিত করবে এবং ব্যাংকগুলোকে আধুনিক পেমেন্ট সেবা দেয়ার সক্ষমতা বৃদ্ধি করবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের নেক্সাসপে, নগদ ও রেইনবোসহ আরও কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পূর্ণ প্রযুক্তিগত সমাধান সরবরাহে কাজ করছে। বিস্তারিত: sadia.ria@konasl.com

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *