উদ্যোগ

বিডিকলিং আইটি’র কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস

ক.বি.ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেডের কৌশলগত যোগাযোগ অংশীদার হিসেবে নিযুক্ত হয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটি’র অঙ্গপ্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। বিডিকলিংয়ের সার্বিক ব্র্যান্ড কমিউনিকেশন সলিউশন নিয়ে কাজ করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। দক্ষভাবে বাজার সুনাম ব্যবস্থাপনার মাধ্যমে বিডিকলিং আইটি লিমিটেডকে জনসাধারণের আরও কাছাকাছি নিয়ে যেতে এবং অংশীজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে প্রতিষ্ঠানটি।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার বনশ্রীতে অবস্থিত বিডিকলিং আইটি লিমিটেডের কর্পোরেট অফিসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান সাবিনা আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন, অ্যাডমিন ও এইচআর হেড ক্যাপ্টেন মো. নাহিদ হাসান (অব:), পিআর ও মার্কেটিং ম্যানেজার শরীফ আহমেদ এবং সিনিয়র এক্সিকিউটিভ এইচআর এবং অ্যাডমিন নুসরাত ইসলাম। ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন।

বিডিকলিং আইটি’র সিইও মুহাম্মদ মনির হোসেন বলেন, “ডেটা এন্ট্রি’র পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি আমরা। আমাদের বিস্তৃত সেবার মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক ক্লায়েন্টের প্রয়োজন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মের ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে একযোগে কাজ করবো আমরা।”

আইসিটি খাত সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করতে তরুণদের সাহায্য করছে বিডিকলিং আইটি। ২০১৩ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও মোশন গ্রাফিক্স সহ বিভিন্ন আইটি সমাধান এবং ব্যবসায়িক সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *