উদ্যোগ

বিডা নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক

ক.বি.ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর একটি প্রতিনিধিদল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং সেমিকন্ডাক্টর খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসআইএ সভাপতি এম এ জব্বারের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক কামরুল আহসান দেওয়ানজি এবং আশিকুর রহমান তানিম। বিডা’র ব্যবসা উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি এবং সহযোগী সম্পর্ক ব্যবস্থাপক জোহারি বিন আখতার বৈঠকে উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক বৈঠকে বিএসআইএ’র পক্ষ থেকে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের কাছে সেমিকন্ডাক্টর খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে একটি লিখিত প্রস্তাব হস্তান্তর করেন। প্রস্তাবে যা তুলে ধরা হয়-

জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ শীর্ষ সেমিকন্ডাক্টর দেশগুলোতে রোডশো আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগে উৎসাহিত করতে নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রদান। সেমিকন্ডাক্টর টাস্কফোর্স সুপারিশমালার দ্রুত বাস্তবায়ন। সেমিকন্ডাক্টর সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা। জাতীয় সেমিকন্ডাক্টর আইন প্রণয়ন এবং সর্বোপরি বিডা কর্তৃক বিএসআইএ-কে ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রদান।

বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সুপারিশমালার অ্যাকশন আইটেমসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। একইসঙ্গে বিএসআইএ যে, প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি। সেমিকন্ডাক্টর খাতের জন্য ইতোমধ্যে বিডাতে একজন সার্বক্ষণিক কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে এবং বিএসআইএ নেতৃবৃন্দকে নিয়মিতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি, যাতে এসব উদ্যোগ বাস্তবায়ন সহজ হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *