সাম্প্রতিক সংবাদ

বিডব্লিউআইটি’র নবনির্বাচিত ইসি’র অভিষেক ও আন্তর্জাতিক নারী দিবস পালন

ক.বি.ডেস্ক: বাংলাদশে উইমেন ইন টেকনোলোজি (বিডব্লিউআইটি) ২০১২ সাল থেকে প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তিতে নারী অংশগ্রহণ বাড়াতে ২০১০ সালে বাংলাদেশী টেক উদ্যোক্তা লুনা শামসুদ্দোহা’র উদ্যোগে গড়ে তোলা হয় বিডব্লিউআইটি।

প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে। আর উদ্ভাবন এবং প্রযুক্তিগত পরিবর্তনে সমতার সঙ্গে অংশগ্রহণের চেষ্টা বাল্যকাল হতেই শুরু করতে হবে। উৎসাহিত করতে হবে প্রযুক্তি উদ্যোগ এবং উদ্ভাবনকে। এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করবে বিডব্লিউআইটি।

গতকাল সোমবার (৬ মার্চ) ঢাকার একটি হোটেলে বিডব্লিউআইটি’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের (ইসি) অভিষেক অনুষ্ঠান এবং আন্তর্জাতিক নারী দিবস ((৮ মার্চ) উপলক্ষে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি ব্রায়ান শেলার, বেসিস’র সভাপতি রাসেল টি আহমেদ, আইএসপিএবি’র সভাপতি এমদাদুল হক, বাক্কো’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার। আলোচক ছিলেন বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় এবং বেসিস’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা। বক্তব্য রাখেন বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান, বিসিএস’র সাবেক সভাপতি শাহীদ-উল মুনির, ইক্যাব’র সহসভাপতি সিহাব উদ্দিন শিপন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রায় সবখাতেই রয়েছে নারীর শক্তিশালী অংশগ্রহণ। নেতৃস্থানীয় পর্যায়গুলোতেও জায়গা করে নিচ্ছে নারীরা। বর্তমানে তথ্যপ্রযুক্তিতে তাদের অংশগ্রহণ অন্য যেকোন সময়ে তুলনায় বেশি। আর এই অর্জনের পেছনে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাগ্র ইচ্ছা এবং একযুগ আগে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে একজন নারী ও একজন পুরুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্যোগ।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আছিয়া খালেদা নীলার সঞ্চালনায় দুইপর্বের এই আয়োজনের শুরুতে বক্তব্য দেন বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি রেজওয়ানা খান। দ্বিতীয় পর্বের সঞ্চালনায় ছিলেন নব নির্বাচিত কমিটির সহ সভাপতি রুমেসা হোসেইন।

বিডব্লিউআইটি’র নবনির্বাচিত ইসি:
২০২৩-২৫ মেয়াদের ত্রিবার্ষিক ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) সভাপতি হলেন স্টার কমপিউটার্স সিস্টেম লিমিটেডের সিইও রেজওয়ানা খান; সহ-সভাপতি (উদ্যোক্তা) অনুপম ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন কামাল; সহ-সভাপতি (করপোরেট) পিডব্লিউসি’র পরিচালক রুমেসা হোসেইন; সহ-সভাপতি (একাডেমি) নর্থসাউথ ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ; সাধারণ সম্পাদক ওমেন ইন ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক আছিয়া খালেদা নীলা।

যুগ্ম সম্পাদক জগন্নাথ ইউনিভার্সিটির সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. সেলিনা শারমিন; কোষাধ্যক্ষ সালেহীন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা নাজমুস সালেহীন; ছয় জন পরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার, বিডিওএনএস’র সিইও কানিজ ফাতেমা, দোহাটেকের পরিচালক রীম শামসুদ্দোহা, দোহাটেকের প্রকল্প ব্যবস্থাপক তাসলিমা আক্তার ও নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ফারনাজ নারিন নূর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *