সাম্প্রতিক সংবাদ

বিটিসিএল-এর ডট বিডি ডোমেইন সেবায় মূল্যছাড়

ক.বি.ডেস্ক: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশের ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে ডট বিডি (.bd) ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। ডট বিডি তৃতীয় স্তরের ডোমেইন (যেমন: abc.com.bd) এবং ডট বিডি দ্বিতীয় স্তরের ডোমেইন (যেমন: abc.bd) এই দুটি বহুল ব্যবহৃত ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি এর ওপর ৩৬ শতাংশ মূল্য ছাড় প্রদান করা হয়েছে। এর ফলে গ্রাহক সাশ্রয়ী মূল্যে ডট বিডি ডোমেইন সেবা গ্রহণ করতে পারবেন।

হালনাগাদ মূল্যহার (প্রতি ডোমেইন/বছর)
ডট বিডি তৃতীয় স্তরের ডোমেইন (যেমন: abc.com.bd) এর রেজিস্ট্রেশন ফি ১,১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। রিনিউয়াল ফি ১,৬০০ টাকা থেকে কমিয়ে ১,০২০ টাকা করা হয়েছে।
ডট বিডি দ্বিতীয় স্তরের ডোমেইন (যেমন: abc.bd) রেজিস্ট্রেশন ফি ২,০০০ টাকা থেকে কমিয়ে ১,২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২,৫০০ টাকা থেকে কমিয়ে ১,৬০০ টাকা করা হয়েছে।

ডট বিডি ডোমেইন এর সুবিধা
ডট কমের তুলনায় ডট বিডি ডোমেইন সহজে পাওয়া যায়। বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। স্থানীয় বাজারে পেশাদার ইমেজ ও গ্রহণযোগ্যতা বাড়ায় বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো র‍্যাংকিংয়ের সম্ভাবনা এবং দেশীয় রেজিস্ট্রেশন নীতির কারণে তুলনামূলকভাবে নিরাপদ।

ডট বিডি ডোমেইন এর শর্তাবলী এবং অফারটি সীমিত সময়ের জন্য
নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলী অনুসরণযোগ্য এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত প্রযোজ্য। এই মূল্যছাড়ের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডট বিডি ডোমেইন ব্যবহারের পরিধি আরও বাড়বে এবং দেশীয় ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *