সাম্প্রতিক সংবাদ

বিএসসিএল’র স্টারলিংক সেবার পার্টনার হলো বি-ট্র্যাক সলিউশন্স

ক.বি.ডেস্ক: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সলিউশন্স লিমিটেডকে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বিপণনের অনুমোদিত পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। বি-ট্র্যাক সলিউশন্স বিএসসিএল’র সঙ্গে কাজ করে দেশজুড়ে বিশেষ করে উদ্যোক্তা ও কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক পণ্য ও পরিষেবার বিপণন, বিক্রয়, বাস্তবায়ন ও অপারেশন পরিচালনা করবে।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় বিএসসিএল-এর প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সরোয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান, গ্রুপ সিএফও ফাহাদ মাহমুদ ইসলাম, বি-ট্র্যাক সলিউশন্সের সিইও এম তানভীর সিদ্দিক, প্রকল্প বিভাগের প্রধান সাফায়েত আবদুল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার গোলাম মুস্তফা আহাদ এবং সিনিয়র এক্সিকিউটিভ মুশবিয়া শুকরানা মাহে।

ড. ইমাদুর রহমান বলেন, ‘‘এটি বাংলাদেশের ডিজিটাল সংযোগ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্টারলিংকের মতো উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি দেশের দূরবর্তী ও কম পরিষেবাযুক্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে সহায়তা করবে। বি-ট্র্যাক সলিউশন্সের অভিজ্ঞতা ও নেটওয়ার্কের সঙ্গে আমাদের সংযুক্তি এই সেবার গ্রাহকসেবাকে আরও শক্তিশালী করবে।’’

মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান বলেন, ‘‘এই অংশীদারিত্ব আমাদের দেশে স্টারলিংক সেবা পৌঁছানোর যাত্রাকে ত্বরান্বিত করবে। আমরা শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে উন্নত সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব এবং প্রতিটি গ্রাহকের কাছে প্রযুক্তিগত সহায়তা ও দ্রুত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

স্টারলিংক যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা বাংলাদেশে ২০২৫ সালের ২০ মে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে। তারপর থেকেই দেশে দ্রুতগতির, নিম্ন-ল্যাটেন্সি স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা প্রদান করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *