সাম্প্রতিক সংবাদ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিএসআইএ’র নেতৃবৃন্দের বৈঠক

ক.বি.ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর নেতৃবৃন্দ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিপুল সম্ভাবনাময় সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশী উদ্যোক্তাদের অবস্থা, বিভিন্ন চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় সম্ভাব্য করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিএসআইএ সভাপতি এম এ জব্বারের নেতৃত্বে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএসআইএ’র জ্যেষ্ঠ সহ-সভাপতি এম ই চৌধুরী শামিম, পরিচালক কামরুল আহসান দেওয়ানজী, মুনির আহমেদ ও আশিকুর রহমান তানিম এবং জ্যেষ্ঠ উপদেষ্টা এনায়েতুর রহমান।

বিএসআইএ সভাপতি এম এ জব্বার বলেন, কেবল রপ্তানি বাণিজ্য বা অর্থনৈতিক কারণেই নয়, বরং প্রতি বছর কমপিউটার বিজ্ঞান এবং ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে তাদের কর্মসংস্থানের জন্য একটি উল্লেখযোগ্য জায়গা হতে যাচ্ছে দেশের সেমিকন্ডাক্টর খাত। সেমিকন্ডাক্টর খাত ২০৩০ সাল নাগাদ ১.৩ ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে উন্নীত হবে এবং একই সময়ে বিশ্বব্যাপী ১০ লক্ষ পেশাদার কর্মীর ঘাটতি হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, সেমিকন্ডাক্টর খাতের দৃশ্যমান উন্নয়নে ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বাস্তবভিত্তিক সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে সম্ভব সবরকম নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *