বাজেট-বান্ধব স্মার্টফোন আসছে অনার এক্স৭সি
ক.বি.ডেস্ক: বাজেট-বান্ধব ব্যবহারকারীদের জন্য আধুনিক প্রযুক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করতে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘অনার এক্স৭সি’ নিয়ে আসছে অনার বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর উন্মোচিত হতে যাচ্ছে নতুন এই স্মার্টফোনটি। ক্রেতারা অনার শপ ও অনলাইনে আগামী ৮ নভেম্বর থেকে নতুন এই স্মার্টফোনটি প্রি-অর্ডার দেয়ার সুযোগ পাবেন। স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট- এই তিনটি রঙে পাওয়া যাবে।
অনার এক্স৭সি
স্মার্টফোনটি ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের ক্ষেত্রে সুইস এসজিএস প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন অর্জন করেছে। ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ১০৮ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা (এফ/১.৭৫) ব্যবহার করা হয়েছে। রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.০) ও এআই ইন্টেগ্রেশন সহ ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা (এফ/২.৪)। ব্যবহার করা হয়েছে ৩৫ ওয়াট অনার সুপারচার্জ সহ ৬,০০০ মিলিঅয়াম্পিয়ারের ব্যাটারি।
স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ৬.৭৭ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৭৬ শতাংশ। এর ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৫০ নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে।
অনার এক্স৭সি প্রি-বুকিং দেয়া ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার গ্রহণের সুযোগ। ক্যাশব্যাক অফার গ্রহণের সুযোগ, এতে নির্দিষ্ট স্মার্টফোনের ক্ষেত্রে ১৫,০০০ পর্যন্ত টাকা বাঁচাতে পারবেন ক্রেতারা। সীমিত সময়ের এই অফারটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত:https://myhonorbd.com/Cashback/