উদ্যোগ

বাক্কো’র ‘গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস’ কর্মশালা

ক.বি.ডেস্ক: বিপিও শিল্পের অন্যতম একটি খাত হচ্ছে ‘গভর্নমেন্ট প্রসেস আউটসোর্সিং’। যার মাধ্যমে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে পারে সরকারি প্রতিষ্ঠানগুলো। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহক সেবা, ডেটা এন্ট্রি, সোশ্যাল ও ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট, আইটি সাপোর্ট, পাবলিক সার্ভে সহ বিভিন্ন কাজগুলো বেসরকারি আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে আউটসোর্স করতে সক্ষম হলে সেবামান যেমন বৃদ্ধি পাবে তেমনি নিশ্চিত হবে নাগরিক সন্তুষ্টি।

কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট সম্পর্কে অজ্ঞতা কিংবা অসম্পূর্ণ, অস্পষ্ট ধারণা থাকায় সেবাদানের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠানই সরকারি এসমস্ত আউটসোর্সিং সেবা প্রদানের কাজগুলো করার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই ‘গভর্নমেন্ট প্রসেস আউটসোর্সিং’ সম্পর্কে সচেতনতা তৈরি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো কর্তৃক আইসিটি ভিত্তিক সেবা ক্রয়ের বেলায় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাক্কো সদস্যবৃন্দের অংশগ্রহণ বৃদ্ধি নিশ্চিত করতে “গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস” শীর্ষক কর্মশালার আয়োজন করেছ বাক্কো।

প্রতি বছর নিয়মিত কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে সরকারি প্রকিউরমেন্ট সার্ভিসের খুঁটিনাটি সম্পর্কে সদস্যদের অবহিতকরণ এবং এ কাজে বাক্কো সদস্যবৃন্দের অংশগ্রহণ বহুলাংশে বাড়ানোর লক্ষ্যে তিন দিনব্যাপী (১৮-২০ জানুয়ারি) কর্মশালার আয়োজন করা হয়। এবারের কর্মশালায় অংশগ্রহণ করেন ৬৫টি বাক্কো সদস্য প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ।

গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাক্কো’র অর্থ সম্পাদক মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন আইবিপিসির সহকারী পরিচালক মো. ফয়সাল খান। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ আতিকুল ইসলাম।

গত ২০ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাক্কো’র পরিচালক মো. মুসনাদ-ই-আহমদ, বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, আইবিপিসির সহকারী পরিচালক মো. ফয়সাল খান এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ আতিকুল ইসলাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *