উদ্যোগ

বাইসিস এর উদ্যোগে ‘ইনোভেশন স্পার্ক ১.০’ উদ্বোধন

ক.বি.ডেস্ক: বাংলাদেশ ইয়াং সাইনটিস্টস অ্যান্ড ইনোভেটরস্ সোসাইটি (বাইসিস) এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ইনোভেশন স্পার্ক ১.০’ এর উদ্বোধনী অনুষ্ঠান। আন্তর্জাতিক বিজ্ঞান ও ম্যাথ অলিম্পিয়াড, বিজ্ঞান কর্মশালা, বুট ক্যাম্প সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এই আয়োজনে সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর সাউথইষ্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ইনোভেশন স্পার্ক ১.০’-এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইজিলিশ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরের পরিচালক সোলাইমার্ন লেখেম, কো-অর্ডিনেটর থিওয়ারা চিতজুই ও টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। সভাপতিত্ব করেন বাইসিস এর প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন।

‘ইনোভেশন স্পার্ক ১.০’ এর অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬ এর আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয়। বিজয়ী প্রতিযোগীবৃন্দ বাইসিস এর তত্ত্বাবধানে ২০২৬ সালের ২৮ জানুয়ারী থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এ ছাড়া আগামী ২০ ডিসেম্বর সিংগাপুরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল জিনিয়াস অলিম্পিয়াড (ইমগো) ২০২৫ এর ন্যাশনাল রাউন্ডের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় ইমগো এর আন্তÍর্জাতিক আয়োজক প্রতিষ্ঠান ইজিলিশ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরের প্রতিনিধিদের সঙ্গে বাইসিস এর চুক্তি স্বাক্ষরিত হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *