উদ্যোগ

বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫

ক.বি.ডেস্ক: দেশের তরুণ ডেভেলপারদের ক্ষমতায়ন ও অর্থবহ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে তাদের উৎসাহিত করতে বাংলালিংক আয়োজন করে ‘অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫’। এইচসেনিড মোবাইল সলিউশন্সের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৩০টির বেশি দল অংশগ্রহণ করে। অংশ গ্রহণকারী দলগুলো তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বাস্তব সমস্যা নিয়ে নানা সমাধান উপস্থাপন করে।

সম্প্রতি, রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে ‘অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। হ্যাকাথনের বিজয়ী তিন দলকে আশি হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

বাস্তবমুখী সমাধান প্রদানে উদ্ভাবনী সক্ষমতার জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফাতেমা তুজ জোহরা মুন ও হাসিবুর রহমান আলিফ চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার পান পঞ্চাশ হাজার টাকা। প্রথম রানার-আপ দল পায় বিশ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দলকে প্রদান করা হয় দশ হাজার টাকা।

বিচারক প্যানেলে ছিলেন কর্মঠর সহ-প্রতিষ্ঠাতা আসাদ মোহাম্মদ আকবর; বিনিয়োগ ডট আইও-এর সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাইদুল আলম; এইচসেনিড মোবাইল সলিউশন্সের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কাজী শারেকুজ জামান; বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ফয়সাল আহমেদ এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের হেড অব ডিজিটাল রেভিনিউস ফয়েজ আহমেদ।

অ্যাপলিংকের মাধ্যমে স্থানীয় ডেভেলপারদের দেশজুড়ে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে যুক্ত করে বাংলালিংক। ডিজিটাল সেবা প্রদানে বাংলালিংকের মার্কেটপ্লেস অ্যাপলিংককে কেন্দ্র করেই এ হ্যাকাথন আয়োজন করা হয়। অ্যাপলিংকের মাধ্যমে ডেভেলপারেরা মোবাইলভিত্তিক সেবার মাধ্যমে আয়ের সুযোগ পান; অন্যদিকে, গ্রাহকেরা সহজেই নতুন ও উদ্ভাবনী অ্যাপ্লিকেশন কিনতে পারেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *