উদ্যোগ

বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’

ক.বি.ডেস্ক: দেশের মোবাইল অপারেটর বাংলালিংক ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় ‘স্ট্রেন্থ ইন অ্যাকশন, কেয়ার ইন এভরি স্টেপ’ স্লোগানে ওয়াকাথন আয়োজনের মাধ্যমে বার্ষিক ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন করেছে। এ উদ্যোগে ৫৬০ জনের বেশি কর্মী অংশ নেন। যেখানে গুরুত্ব পায় সচেতনতার মাধ্যমে প্রাত্যহিক অভ্যাস গড়ে তোলা, কাজের ক্ষেত্রে কর্মীদের প্রতি যত্নশীল আচরণ, সহকর্মীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি ও ব্যক্তিগত সুস্থতায় নিয়মিত অনুশীলনের অভ্যাস।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’-এর উদ্বোধন করেন বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে। এ সময় বাংলালিংকের প্রধান মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কাদের সহ প্রতিষ্ঠানটির লিডারশিপ টিমের সদস্যেরা উপস্থিত ছিলেন।

সদিচ্ছা ও সচেতনতার মাধ্যমে ছোট ছোট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই সার্বিকভাবে সুস্থ থাকার দিকে যাত্রা শুরু হয়, এ বার্তায় উদ্বুদ্ধ হয়ে ওয়াকাথনের নির্ধারিত পথে যাত্রা করেন বাংলালিংকের কর্মীরা। নিজেদের যত্ন নেয়া, পরস্পরের খোঁজ রাখা এবং এমন এক কর্মপরিবেশ তৈরি করা যেখানে সুস্থতা স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার অংশ, সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক সেই মানসিকতাকে আরও দৃঢ় করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *