উদ্যোগ

বাংলালিংকের ‘অরেঞ্জ ক্লাব উইন্টার ফেস্ট’ আয়োজন

ক.বি.ডেস্ক: বাংলালিংকের লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ টিমের আয়োজনে “অরেঞ্জ ক্লাব উইন্টার ফেস্ট” আয়োজিত হয়েছে। এ আয়োজনে অরেঞ্জ ক্লাবের বিশেষ সব অফার প্রদর্শনীর পাশাপাশি অরেঞ্জ ক্লাবের অংশীদাররা মিলিত হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার আনন্দ উদযাপন করেন। দুই দিনব্যাপী এই উৎসবে বিশেষ ছাড় ও অফারের পাশাপাশি ছিল ইন্টারেকটিভ গেমস এবং বিশেষ পার্টনার রিকগনিশন সেশন সহ নানা চমকপ্রদ আয়োজন।

উইন্টার ফেস্টে অরেঞ্জ ক্লাবের লয়্যালটি পার্টনাররা লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, ট্রাভেল এবং ফুড বিভাগে তাদের বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করেন। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল নিওফারমার্স, গরুর ঘাস, রাইজ, স্টেপ, ইউশপ বাই ইউনিলিভার, ওয়ালটন, অ্যাপল গ্যাজেটস, গুফি ওয়ার্ল্ড, ফ্লোরমার বাংলাদেশ, মীনা সুইটস, কাজী এন্ড কাজী টি এবং গোজায়ান।

অরেঞ্জ ক্লাব উইন্টার ফেস্ট উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, ডিরেক্টর অব কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট রফিক আহমেদ প্রমুখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *