আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

বাংলাদেশে লেনোভোর সেরা পার্টনার হলো গ্লোবাল ব্র্যান্ড

ক.বি.ডেস্ক: প্রযুক্তি বাজারে নিজেদের দক্ষতা, পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার প্রমাণ বহুবার দিয়েছে গ্লোবাল ব্র্যান্ড। আর এবার লেনোভোর পক্ষ থেকেও সেই সম্মাননা পেল প্রতিষ্ঠানটি, যা নিঃসন্দেহে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রির জন্য একটি আনন্দের বার্তা। বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো আয়োজিত ‘লেনোভো ৩৬০ ইভলভ ২০২৫’-এ বাংলাদেশে লেনোভোর সেরা পার্টনার স্বীকৃতি পেল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সম্প্রতি মানিকগঞ্জের একটি রিসোর্টে অনুষ্ঠিত ‘লেনোভো ৩৬০ ইভলভ ২০২৫’ অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার লেনোভোর সেরা পার্টনার স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।।

লেনোভোর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বাজারে ইন্টেল ভিত্তিক লেনোভো পণ্যের বিস্তার, নিরবচ্ছিন্ন ডিস্ট্রিবিউশন চেইন এবং দৃঢ় পার্টনারশিপ গড়ে তোলার জন্যই গ্লোবাল ব্র্যান্ডকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘‘প্রযুক্তি খাতে নিরবিচারে কাজ করে যাওয়া এক সফল অভিযাত্রার আরেকটি গর্বের অধ্যায় যোগ হলাম আমরা। এই অর্জন প্রতিষ্ঠানটির মানের প্রতি প্রতিশ্রুতি এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নীতির স্বীকৃতি। পাশাপাশি এটি বাংলাদেশের প্রযুক্তি খাতে ভবিষ্যতে আরও দৃঢ় ভূমিকা রাখার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের নিবেদিত কর্মী, সেলস টিম, প্রোডাক্ট টিম, চ্যানেল পার্টনার এবং রিটেইলারদের যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না।’’

লেনোভো ৩৬০ ইভলভ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পেয়েছেন এআই, ক্লাউড এবং চ্যানেল স্ট্র্যাটেজি বিষয়ক সেশন ও অভিজ্ঞদের দিকনির্দেশনা। লেনোভোর দৃষ্টিতে- ‘স্মার্ট পার্টনারশিপ’-ই আগামী দিনের এআই-চালিত প্রযুক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর পথ খুলে দিতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *