বাংলাদেশে এইচবিও ম্যাক্স দেখুন মাসিক পাঁচ ডলারে

ক.বি.ডেস্ক: বাংলাদেশ, কম্বোডিয়া, ম্যাকাও, শ্রীলঙ্কা ও ইউক্রেনসহ ১৫টি দেশে চালু হলো ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘এইচবিও ম্যাক্স’- এর সেবা। এসব দেশের দর্শকেরা একক প্ল্যাটফর্ম থেকেই উপভোগ করতে পারবেন এইচবিও, ম্যাক্স অরিজিনালস, ডিসি ইউনিভার্স, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, ওয়ার্নার ব্রোস ও ডিসকভারির মত জনপ্রিয় ব্র্যান্ডের সব কনটেন্ট।
বাংলাদেশে স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ১ মাসের জন্য ৪.৯৯ মার্কিন ডলার এবং ১২ মাসের জন্য ৩৪.৯৯ মার্কিন ডলার। একইসঙ্গে দুইটি ডিভাইসে স্ট্রিম করা যাবে, পাওয়া যাবে সম্পূর্ণ এইচডি ভিডিও কোয়ালিটি ও ৩০টি কনটেন্ট ডাউনলোড করার সুযোগ।
প্রিমিয়াম প্ল্যান ১ মাসের জন্য প্যাকজের মূল্য ৭.৪৯ মার্কিন ডলার এবং ১২ মাসের জন্য ৪৯.৯৯ মার্কিন ডলার। এই প্ল্যানে একসঙ্গে চারটি ডিভাইসে কনটেন্ট স্ট্রিম করা যাবে, পাওয়া যাবে ফোরকে আল্ট্রা এইচডি ভিডিও রেজ্যুলেশন এবং ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট। থাকবে সর্বোচ্চ ১০০টি কনটেন্ট ডাউনলোড করার সুযোগ।
দর্শকেরা একাধিক ডিভাইস এবং এলজি ও স্যামসাং সহ বিভিন্ন স্মার্ট টিভি, মোবাইল ও কমপিউটারে এইচবিও ম্যাক্স উপভোগ করতে পারবেন (নির্দিষ্ট দেশে)। ভ্রমণের সময়ও যেসব দেশে এইচবিও ম্যাক্সের কার্যক্রম রয়েছে, সেসব জায়গা থেকে প্ল্যাটফর্মটিতে লগইন করতে পারবেন দর্শকেরা।
প্রত্যেক ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন, যেগুলো প্রিয় চরিত্রের অ্যাভাটার দিয়ে কাস্টোমাইজ করা যাবে। ব্যবহারকারীরা দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে পাবেন কনটেন্ট সাজেশন; ব্যবহার করতে পারবেন ইজি সার্চ অপশন ও কনটিনিউ ওয়াচিং ফিচার এবং অফলাইনে দেখার জন্য রয়েছে ডাউনলোড অপশন। শিশুদের জন্য থাকবে আলাদা প্রোফাইল ও বয়স অনুযায়ী নির্ধারিত কনটেন্ট এবং সেই সঙ্গে প্যারেন্টাল কন্ট্রোলের ব্যবস্থা।
এইচবিও ম্যাক্সের অফার এবং সাবস্ক্রিপশন সম্পর্কে এ ওয়েবসাইটে (www.hbomax.com) এবং এইচবিও ম্যাক্সের অ্যাপ। অ্যাপটি অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।