বাংলাদেশের গেমিং খাতে নতুন মাত্রা নিয়ে আসছে পাবজি মোবাইল

ক.বি.ডেস্ক: বাংলাদেশি গেমারদের জন্য নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি মোবাইল’। অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে বাংলাদেশের নিজস্ব সার্ভার, যার ফলে ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স পেতে যাচ্ছেন পাবজি গেমাররা। দেশের প্রথম অফিসিয়াল ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ টুর্নামেন্ট এর রেজিস্ট্রেশনও শুরু হয়েছে। ১০ লাখ টাকার পুরস্কার সম্বলিত এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত পাবজি মোবাইল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে। এই টুর্নামেন্টে অংশ নেয়া যাবে কোনও রেজিস্ট্রেশন ফি ছাড়াই।
পাবজি মোবাইল-এর লক্ষ্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে গেমিং ও ই-স্পোর্টসের ইতিবাচক দিকগুলো সম্পর্কে অবহিত করা এবং এই খাতে ক্যারিয়ার গড়ার জন্য একটি উদ্দীপনামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। প্রতিষ্ঠানটি দেশে ই-স্পোর্টস শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে।
‘ওয়ার্ল্ড অব ওয়ান্ডার ক্রিয়েশন প্ল্যাটফর্ম’ কোটি কোটি টাকা বিনিয়োগ করে গেমারদের জন্য একটি অভিনব প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার এবং খেলার সুযোগ পাবেন। ক্রিয়েটর, স্ট্রীমার, রিভিউয়ার, ইনফ্লুয়েন্সার এবং সাধারণ গেমার সকলেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের গেমিং অভিজ্ঞতা শেয়ার, সুচিন্তিত মতামত এবং গেমিং কমিউনিটি সমৃদ্ধে অবদান রাখতে পারবেন। ভবিষ্যতে যারা গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে উৎসুক, তাদের জন্য এই প্ল্যাটফর্মটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
পাবজি মোবাইলে রয়েছে একটি শক্তিশালী ও সংগঠিত ই-স্পোর্টস ইকোসিস্টেম, যেখানে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে যে কেউ অংশগ্রহণ করতে পারেন, পুরস্কার জিতে নিতে পারে্ন এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন। বাংলাদেশে পাবজি মোবাইলের নবসূচনা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে দেশের গেমিং জগতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা ও গেমিংয়ের সমন্বয়ে তরুণরা গড়ে তুলতে পারবে তাদের ভবিষ্যৎ।