উদ্যোগ

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে টিকটক

ক.বি.ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের (এসএমবি) ব্যবসায় বৃদ্ধি করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে টিকটক একটি বিশেষ কর্মশালার আয়োজন করে। ব্যবসায়ের মার্কেটিং, আর প্রমোশনাল স্ট্রাটেজির জন্য কীভাবে টিকটক প্ল্যাটফর্মটি ব্যবহার করা যায় সেটি সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশে এসএমবি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের এই ব্যবসা খাতের উন্নয়নে টিকটক মূল অংশীদার হওয়ার লক্ষ্য রাখে।

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকার একটি স্থানীয় অনুষ্ঠিত হয় বাংলাদেশে এসএমবিগুলোর জন্য “গ্রো উইডথ টিকটক” শীর্ষক কর্মাশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী, বিপণনকারী এবং উদ্যোক্তারা।

কীভাবে টিকটকের বিশেষ ফিচারগুলো কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্র্যান্ডের প্রচার এবং তরুণ প্রজন্মের সঙ্গে যুক্ত হওয়া যায়, সেটি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এ ছাড়া, সৃজনশীলভাবে টিকটকে কীভাবে উদ্যোক্তারা তাদের পণ্য ও পরিষেবাগুলো তুলে ধরতে পারে সেটি সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা।

টিকটক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরির টুলস, প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য নিয়মাবলি এবং টিকটকের কার্যকর কৌশলগুলো তুলে ধরা হয়। কর্মশালায় প্রধান দিক ছিল টিকটকে কনটেন্ট তৈরিতে সত্যতা এবং সৃজনশীলতার গুরুত্বের বিষয়টি। ব্যবহারিক এবং রিয়েল-টাইম অনুশীলনের মাধ্যমে ব্যবসায়ের উদ্যোক্তারা টিকটকে সম্ভাব্য গ্রাহকদের জন্য কীভাবে কনটেন্ট তৈরি করতে পারে সে সম্পর্কে জানতে পারেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *