অন্যান্য সার্ভিসিং

বসুন্ধরা সিটিতে অনার এর এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু

ক.বি.ডেস্ক: অনার বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করেছে। যা ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সার্ভিস অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এ সার্ভিস সেন্টারটি অনার ব্যবহারকারীদের জন্য ওয়ান-স্টপ সলিউশন হবে। যেখানে বিক্রয়-পরবর্তী সেবা, অফিসিয়াল অ্যাকসেসরিজ ও এআইওটি ডিভাইস পাওয়া যাবে। নতুন এই উদ্যোগটি অনারের ক্রেতাদের জন্য উন্নত সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি নিশ্চিত করা এবং একইসঙ্গে, বাংলাদেশে নিজের অবস্থান আরও সংহত করবে অনার।

গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও ও চীনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়া, আরও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশ এর ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম ও হেড অব বিজনেস মো. আব্দুল্লাহ আল মামুন।

এ প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “বাংলাদেশে এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার এর মাধ্যমে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য আরও উন্নত ও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই; স্মার্টফোন ও বিক্রয়-পরবর্তী সেবার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে চাই।”

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৩ এ ১৯-২২ নম্বর দোকানে নতুন এই সার্ভিস সেন্টারটি অবস্থিত।বিস্তারিত: https://smart-honor.com/service-locator

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *