সাম্প্রতিক সংবাদ

বগুড়া ও ফেনীতে হবে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার

ক.বি.ডেস্ক: বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করার উদ্যোগ নেয়া হচ্ছে। রাজনৈতিক বঞ্চনার শিকার হওয়া জেলা হিসেবে এই্ উদ্যোগ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য দিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘বিগত দেড় যুগের আওয়ামী দুঃশাসনে শুধুমাত্র রাজনৈতিক দল, কর্মকর্তা নয় বরং কিছু অঞ্চলকেও বঞ্চিত করা হয়েছে। এই অঞ্চলগুলোর মধ্যে বিএনপি প্রধান অঞ্চল যেমন বগুড়া, ফেনী রয়েছে তেমনি রয়েছে দরিদ্র প্রধান অঞ্চল যেমন কুড়িগ্রাম/লালমনিরহাট। আছে সীমান্তবর্তী কিংবা উপকূলীয় এলাকা সাতক্ষীরা, বরগুনা, পার্বত্য চট্টগ্রাম, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ। বিপরীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারগুলো কন্সেন্ট্রেট করা হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের এলাকায়। এর মধ্যে বগুড়া কোনও তালিকাই ছিল না। ফেনী একবার তালিকায় ওঠেছে, পরে বাদ দেয়া হয়েছে। আমরা এই পলিটিক্যালি মটিভেটেড সিলেকশন ব্যবস্থা ভাঙছি।’

তবে কবে নাগাদ এই কাজ শুরু হবে কিংবা এ জন্য কোনো জায়গা দেখা হয়েছে কি না এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বিগত সরকারের সময়ে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে বেকারত্ব দূর করে তরুণদের প্রশিক্ষণের নামে দক্ষতা উন্নয়নে দেশব্যাপী আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য বরাদ্দ ছিল প্রায় ১ হাজার ১১৪ কোটি ৬২ লাখ টাকা। এতে অতিরিক্ত বরাদ্দ ছিল প্রায় ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে আয়-ব্যয়সহ নানা অনিয়মের তদন্ত করে বেশ কিছু অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অপচয়ের কথা জানায়।

প্রাপ্ত তথ্যমতে, সাতটি জেলায় ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’ শীর্ষক প্রকল্পের জন্য প্রায় ১ হাজার ১১৪ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ থাকলেও এতে অতিরিক্ত বরাদ্দ ছিল প্রায় ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা। জেলাগুলো হলে- গোপালগঞ্জ (কাশিয়ানি), ফেনী (পরশুরাম), নীলফামারী সদর, শেরপুর সদর, সুনামগঞ্জ সদর, পটুয়াখালী সদর ও ঠাকুরগাঁও সদর।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গোপালগঞ্জ (কাশিয়ানি), ফেনী (পরশুরাম), নীলফামারী সদর, শেরপুর সদর, সুনামগঞ্জ সদরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প বাদ দেয়া হয় এবং পটুয়াখালী ও ঠাকুরগাঁওয়ে ভূমি প্রাপ্তির সাপেক্ষে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা ভবন নির্মাণের কথা বলা হয়। এতে দেশের প্রায় ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *