ফ্ল্যাশস্ন্যাপ ও ওয়াটারপ্রুফ ফিচারে এলো টেকনো ক্যামন ৪০ সিরিজ

ক.বি.ডেস্ক: টেকনো দেশের স্মার্টফোন বাজারে উন্মোচন করেছে ক্যামন ৪০ সিরিজের দুটি মডেল ‘ক্যামন ৪০’ ও ‘ক্যামন ৪০ প্রো’। দুটি মডেলই আছে ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারী ১৫ ফ্রেম প্রতি সেকন্ডে ক্যাপচার করতে পারবে। ফ্ল্যাশস্ন্যাপ ফিচার দিয়ে যেকোনো ফাস্ট মুভিং সাবজেক্টের ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে। আইপি ৬৮ এবং আইপি ৬৯ ওয়াটারপ্রুফ ফিচার এবং এআই ফিচারের মাধ্যমে স্মার্ট প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে।
ক্যামন ৪০ সিরিজে আছে রয়েছে সনির ফ্ল্যাগশিপ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৭০০সি সেন্সর, যার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এআই স্ন্যাপ সেন্সর। আল্ট্রা ড্রপ-রেজিস্ট্যান্ট বডি, কর্নিং গরিলা গ্লাস ৭আই, হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, ৫ বছর পর্যন্ত স্মুথনেস গ্যারান্টি, ২৫৬ জিবি রম এবং ১৬ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড)। এ ছাড়া ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আছে ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ আল্ট্রা-ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। ক্যামন ৪০-এ আছে ফ্ল্যাট ডিসপ্লে এবং ক্যামন ৪০ প্রো’তে আছে কার্ভড ডিসপ্লে।
এআই ফিচারের মধ্যে আছে এআই ফুল-লিংক কল অ্যাসিস্ট্যান্ট (এআই নয়েজ ক্যানসেলেশন, কল ট্রান্সলেশন, কল সামারি, এআই অটো কল আনসার); এআই স্টুডিও (এআই ইরেজার ২.০, ইমেজ এক্সটেন্ডার, শার্পনেস প্লাস, পারফেক্ট ফেস, এআইজিসি পোট্রেইট ২.০) এবং এআই প্রোডাক্টিভিটি (এআই রাইটিং, ট্রানস্লেট ও র্সাকেল সার্চ)।
ক্যামন ৪০ প্রো’তে আছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ক্যামন ৪০-এ আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামন ৪০-এ আছে আইপি ৬৬ রেটিং যারা পানির স্প্ল্যাশ ও ধুলোবালি থেকে প্রটেক্ট করবে ফোন। ক্যামন ৪০ প্রো’তে আছে আইপি ৬৮ ও ৬৯ ওয়াটারপ্রুফ রেটিং, যা ধুলোবালি থেকে বাড়তি সুরক্ষা দেয়ার পাশাপাশি ব্যবহারকারীদের আন্ডারওয়াটার ফটোগ্রাফি এক্সপেরিয়েন্সে ভিন্ন মাত্রা যোগ করবে।
ক্যামন ৪০ এর মূল্য ২৩,৯৯৯ টাকা এবং ক্যামন ৪০ প্রো’র মূল্য ২৭,৯৯৯ টাকা। বিস্তারিত: www.tecno-mobile.com/bd