আনুষাঙ্গিক মোবাইল

ফ্যামিলিসহ বিদেশ ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার পবিত্র মাহে রমজানে বাংলাদেশের গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার ও চমক নিয়ে হাজির হয়েছে। রিয়েলমি’র এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত এবং এতে গ্রাহকরা বিশেষ বিশেষ সব অফার উপভোগের সুযোগ পাবেন। সবচেয়ে বড় চমক হিসেবে অফার করছে দেশের বাইরে ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামেলি ট্যুর এবং দেশের অভ্যন্তরে ৮০ হাজার টাকা সমমূল্যের ফ্যামেলি ট্যুরও।

দেশজুড়ে রিয়েলমি’র সকল আউটলেটে এই অফারগুলো পেতে পারবেন গ্রাহকরা এবং এ ক্যাম্পেইনে উপহার হিসেবে সবার জন্যই থাকছে বিশেষ কিছু। এ ছাড়া রিয়েলমি’র বিশেষ কিছু ফোন- নোট ৬০এক্স, নোট ৬০, সি৬১, সি৬৩, সি৭৫ এবং রিয়েলমি ১২-এ রয়েছে ‘বাই ওয়ান গেট ওয়ান-বোগো’ অফার। বোগো অফারের পাশাপাশি রিয়েলমি ১২ স্মার্টফোনটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়।

এ ছাড়া রমজানের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে রিয়েলমি দিচ্ছে- বাডস টি১১০ এবং লাইভ স্ট্রিমিং স্ট্যান্ড; বিনামূল্যে বাংলালিংক ডেটা বান্ডেল তো পাচ্ছেন-ই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *