সাম্প্রতিক সংবাদ

ফোন নম্বর ছাড়াই অডিও-ভিডিও কল!

ক.বি.ডেস্ক: এক্স (ট্যুইটার) মালিকানা নিজের হাতে নিয়ে, একের পর এক চমক দিচ্ছেন এলন মাস্ক। এলন মাস্ক ভীষণভাবে চাইছেন যে, মানুষের যোগাযোগের ভাষাটাই বদলে দিতে। ফেসবুকের জমি কেড়ে নেয়ার জন্য তিনি কোমর বেঁধে নেমেছেন। এলন এবার দিলেন মাস্টারস্ট্রোক। এবার ফোন নম্বর ছাড়াই এক্স থেকে করা যাবে অডিও-ভিডিও কল!

গত বৃহস্পতিবার বড় ঘোষণা করে দিলেন তিনি। এই জোড়া ফিচার ব্য়বহারের জন্য প্ল্যাটফর্ম কোনও বাধা হবে না। মানে আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি এবং ম্যাক থেকেও করতে পারবেন অডিও-ভিডিও কল। এক্স দ্রুত এই পরিষেবা যোগ করতে চলছে ব্যবহারকারিদের জন্য। এক্সের ডিজাইনার আন্দ্রেয়া কনওয়ে সম্প্রতি এই জোড়া ফিচারের সুকৌশলে ঘোষণা করেছেন।

এলনের লক্ষ্যই হচ্ছে বিশ্বব্যাপী বাজার ধরা। অডিও-ভিডিও, মেসেজিং, অর্থ আদানপ্রদান এবং আরও অনেক কিছুর কেন্দ্র হিসেবে তিনি দেখছেন এক্সকে। সম্প্রতি তিনি ট্যুইটারের চেনা পাখির লোগোটিকে উড়তে দিয়েছেন। ট্যুইটারডটকম ব্যবহারকারীদেরকে ডোমেন এক্সডটকমে ঘুরিয়ে দিয়েছেন তিনি। এলন এখন সর্বগ্রাসী অবতারে বাজার ধরার জন্যও তিনি ভীষণ ভাবে মরিয়া।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *