উদ্যোগ

ফুডপ্যান্ডার সঙ্গে বেক্সকা’র চুক্তি

ক.বি.ডেস্ক: অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ সম্প্রতি বরিশাল এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন (বেক্সকা)’এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে কর্পোরেট অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য সব ডিল ও বিশেষ ছাড়সহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন বেক্সকা’র সদস্যরা।

সম্প্রতি ফুডপ্যান্ডা’র হেড অব বিটুবি অ্যান্ড শেয়ারড কিচেন এইচ এম নাফিস এবং বেক্সকা’র প্রেসিডেন্ট এ এইচ এম শফিউল্লাহ মাস্তান কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেক্সকা’র ভাইস প্রেসিডেন্ট শাহরিয়ার সাদাত, ফুডপ্যান্ডা’র কর্পোরেট সেলস লিড মোহাম্মদ মুস্তফা-আর রাকিব, অ্যাসিসটেন্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট হাবিব-উর-রহমান এবং অ্যাসিসটেন্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট মুশফিকুল হাসনাইন।

এইচ এম নাফিস বলেন, কর্পোরেট পার্টনারশিপের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সংগঠনটির সদস্যরা বিশেষ সব সুবিধা পাবেন। যা সাশ্রয়ের পাশাপাশি তাদের স্বাচ্ছন্দ্যও নিশ্চিত করবে।

এ এইচ এম শফিউল্লাহ মাস্তান বলেন, আমাদের প্রাক্তনদের আরও সংঘবদ্ধ করে তোলা ও তাদের প্রাত্যহিক জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *