উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

ফাইভার বাংলাদেশ’র ‘ফ্রিল্যান্সারস বিগেস্ট মিটআপ’

ক.বি.ডেস্ক: সম্প্রতি ফাইভার বাংলাদেশ কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রিল্যান্সারদের নিয়ে বছরের সবচেয়ে বড় মিটআপ ‘‘ফ্রিল্যান্সারস বিগেস্ট মিটআপ’’। ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং থেকে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এর ফলে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হবে ঠিক তেমনি অনেক মানুষের কর্মসংস্থান হবে। ফাইভার বাংলাদেশ গ্রুপের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের সকল ফাইভার ফ্রিল্যান্সারদের জন্য ভালো কিছু করা, পেশাদার ফ্রিল্যান্সারদের অভিজ্ঞতা শেয়ার এর মাধ্যমে নতুনদের সাহায্য করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইসারএক্সর সিইও এবং ফাইভার কমিউনিটি লিডার ফয়সাল মুস্তাফা, ইন্সট্রাক্টরির সিইও এবং ফাইভার কমিউনিটি লিডার রিফাত এম হক, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটর সিইও মনির হোসেন, ক্রিয়েটিভ ফেব্রিকার কমিউনিটি ম্যানেজার রিদওয়ান মোল্লা, আইটিক্লান বিডির সিইও আশিকুল ইসলাম তমাল, পেওনিয়ারর বাংলাদেশ এম্বাসেডর ইমরাজিনা ইসলাম, কিউটি একাডেমির ফাউন্ডার আহসান উদ্দিন নোমান, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, লার্ন উইথ হাসিন হায়দার এর ফাউন্ডার হাসিন হায়দার, ডিউআপেলস এর ফাউন্ডার কামরুজ্জামান শিশির, জামান টক এর অথর গোলাম কামরুজ্জামান, আইসিআইটিপির ফাউন্ডার শরীফ মোহাম্মদ শাহজাহান সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার এবং আইটি পেশাদাররা।

ইভেন্টি আয়োজন করে ফাইভার বাংলাদেশ কমিউনিটি। টাইটেল স্পন্সর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *