উদ্যোগ

প্লিজ হ্যাকাথনে বিজয়ী ইউআইটিএস ও আইইউটি’র দল ‘প্লাসটিক্স ২.০’

ক.বি.ডেস্ক: দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ উদ্ভাবনী প্রতিযোগিতা ‘প্লিজ হ্যাক গ্র্যান্ড ফিনালে’তে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) -এর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল ‘প্লাসটিক্স ২.০’ বিজয়ী। হয়েছে। দলটির সদস্যরা হলেন- সিয়াম বিন এইচ রহমান, তাকী তাজওয়ারুজ্জামান খান, আহাবাব ইমতিয়াজ রিসাত এবং তাসনিম আশরাফ জাফরিন শায়লা।

গত ৬ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে অবস্থিত একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয় প্লিজ (PLEASE) হ্যাকাথনের ‘প্লিজ হ্যাক গ্র্যান্ড ফিনালে’। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং পাকিস্তানের ২৫০-এর অধিক তরুণ অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে প্রতিটি দল তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। বিচারকরা সমাধানের উদ্ভাবনী ক্ষমতা, বাস্তবায়নযোগ্যতা, ব্যবসায়িক মডেল, আঞ্চলিক কার্যকারিতা এবং পরিবেশ ও সমাজের ওপর প্রভাব বিবেচনা করে বিজয়ী দল নির্ধারণ করেন।

প্লিজ (PLEASE) হ্যাক একটি দক্ষিণ এশিয়াভিত্তিক হ্যাকাথন, যা বৈশ্বিক প্লাস্টিক দূষণ সংকটের উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে তরুণদের সম্পৃক্ত করেছে। এই প্রতিযোগিতা প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সি ফর সাউথ এশিয়া (PLEASE) প্রকল্পের আওতায় আয়োজিত হয়। যা সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি)- এর বাস্তবায়িত এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ও ইউএনওপিএস-এর সহায়তায় পরিচালিত একটি পাঁচ বছর মেয়াদি আঞ্চলিক উদ্যোগ। প্লিজ প্রকল্প দক্ষিণ এশিয়ায় সামুদ্রিক প্লাস্টিক দূষণ মোকাবিলা এবং টেকসই প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও উদ্ভাবনকে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *