প্রিমিয়াম ডিজাইনে এলো হেলিও ৯০
ক.বি.ডেস্ক: অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের ‘হেলিও ৯০’ নুতন স্মার্টফোন নিয়ে এলো এডিসন গ্রুপ। ফোনটি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দিবে সৌন্দর্য ও নান্দনিকতা। স্লিম ডিজাইন এবং উজ্জ্বল রঙ সহ, এই স্মার্টফোনটি কেবল অসাধারণ পারফরম্যান্সই দেয় না, এটি দেখতে এবং হাত দিয়ে ধরতেও প্রিমিয়াম অনুভূতি দিবে।
হেলিও ৯০
স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম, ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৫ এবং ইনডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। চিপসেট হিসেবে এই ফোনে আছে মিডিয়াটেক এর গেমিং চিপসেট ৬ ন্যানোমিটার হেলিও জি৯৯ এবং প্রসেসরে আছে বিদ্যুৎ গতির ২.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এতে আছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। এ ছাড়াও এক্সটার্নাল মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের এআই চালিত প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ ফেস ফোকাস ফিচার। রয়েছে ৫০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি, চার্জিংয়ের ক্ষেত্রে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার। নিরাপত্তার জন্য আছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে।
হেলিও ৯০ স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে- স্পেস ব্ল্যাক, থান্ডার হোয়াইট এবং কসমিক গোল্ড। স্মার্টফোনটির মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা।