প্রাইম ব্যাংকের পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ
ক.বি.ডেস্ক: রহিম গ্রুপের কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা। এ ছাড়াও প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’-এর সেবা উপভোগ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদানসহ কর্পোরেট পেমেন্ট কার্যক্রম আরও সহজ এবং নিরবচ্ছিন্নভাবে করতে পারবে রহিম গ্রুপ।
সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং রহিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফ মহসিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি (হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক) মামুর আহমেদ, এসভিপি (টিম হেড, করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং) মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট (হেড অব পে-রোল ব্যাংকিং) হাসিনা ফেরদৌস এবং ভাইস প্রেসিডেন্ট (করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং) হাসিবুর রহমান। রহিম গ্রুপের হেড অব অ্যাকাউন্টস গোলাম সারোয়ার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাইফুল ইসলাম।





