উদ্যোগ

প্রাইম ব্যাংক’র সঙ্গে পেরোল ব্যাংকিং চুক্তি করলো ওপাস টেকনোলজি

ক.বি.ডেস্ক: দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক’র সঙ্গে পেরোল চুক্তি সই করেছে ওপাস টেকনোলজি লিমিটেড। ওপাস টেকনোলজির কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ উপভোগ করতে পারবেন। এমনকি করপোরেট পেমেন্টের সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।

সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংক’র করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংক’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ওপাস টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাফর ইকবাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক’র হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, হেড অব বাসাবো ব্রাঞ্চ সাবিনা ইয়াসমিন এবং ওপাস টেকনোলজির এজিএম (ফাইন্যান্স অ্যান্ড অপারেশন) রাশেদুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *